শব্দ ও তাদের পরিচিতি

play icon Listen to this article
0

অনেক সময় দেখা যায়,একই শব্দকে অন্য একটি শব্দ বা বাক্য দ্বারা ব্যাখা করা হয়।আবার, অনেক শব্দের বা যেকোনো কিছুরই অপর একটি নাম থাকে।চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে –

১.বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপাদিক বলে।
২.রাবণের চিতা বলতে “চির অশান্তি” কে বোঝানো হয়।
৩.জসীমউদ্দিনকে “পল্লীকবি” বলা হয়।
৪.আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা।
৫.যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয় তাকে তুলাদণ্ড বলে।
৬.উপকারী ক্ষতি যে করে তাকে কৃতঘ্ন বলা হয়।
৭.আক্কেল সেলামী বলতে নির্বুদ্ধিতার দন্ডকে বোঝানো হয়।
৮.পই পই করে বলা “বারবার বলা” অর্থে ব্যবহৃত হয়।
৯.সামান্য সম্পদকে “ব্যাঙের আধুলি” বলা হয়।
১০.যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না তাকে অজ্ঞাতকুলশীল বলে।
১১.হাত গুটানো “কার্যে বিরতি” অর্থে ব্যবহৃত হয়।
১২.ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে ইতিহাসবেত্তা বলা হয়।
১৩.বাংলার ভেনিস বলা হয় বরিশালকে।
১৪.বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস।
১৫.ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে।
১৬.প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় মৌর্যযুগকে।
১৭.শশাঙ্কের উপাধি হচ্ছে মহাসামন্ত।
১৮.সৈয়দ ফররুখ আহমদকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়।
১৯.ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম এলিসি প্রাসাদ।
২০.জার্মানির সরকারপ্রধানকে চ্যান্সেলর বলা হয়।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Shifa

Author: Shifa

আল্লাহ যা করবেন কল্যাণের জন্য করবেন 🙂

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘূর্ণিঝড়ের নামের তালিকা

২০২৩ সালের ঘূর্ণিঝড়ের নামের তালিকা

আমরা আইলা, নার্গিস, রোয়ানু ইত্যাদি ঝড়ের নামের সাথে পরিচিত। নতুন আরেকটি ঘূর্ণিঝড় এসেছিল যার নাম ফণি- এটির নামকরণ বাংলাদেশের করা।

বই বিপণন ব্যবস্থা বিষয়ক ভাবনা

একটি সুস্থ,সুন্দর জাতি গঠনের জন্য পড়া আবশ্যক।বর্তমানে পাঠক বইয়ের প্রতি ঝুঁকছে।ফলে বইয়ের ব্যবসাও জনপ্রিয় হয়ে এসেছে।কয়েক বছর আগেও বই প্রকাশনাকে

প্রবন্ধ লেখার ১০ টি অপরিহার্য নিয়ম

কোনো একটি বিশেষ ভাব বা তত্ত্বকে ভাষার মাধ্যমে ফুটিয়ে তোলাই হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের মাধ্যমে কোনো বিষয়ের উপর বুদ্ধিভিত্তিক আলোচনা করা
সঠিকভাবে পাসপোর্ট করার নিয়ম

সঠিকভাবে পাসপোর্ট করার নিয়মসমূহ : যে সকল কাগজপত্র প্রয়োজন

বর্তমান সময়ে বিদেশগামী লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, দেশে শিক্ষার হার বাড়লেও বাড়েনি কর্মসংস্থান অনেকেই পড়াশোনা করে ভালো চাকরি

One Reply to “শব্দ ও তাদের পরিচিতি”

Leave a Reply