শব্দ ও তাদের পরিচিতি

0

অনেক সময় দেখা যায়,একই শব্দকে অন্য একটি শব্দ বা বাক্য দ্বারা ব্যাখা করা হয়।আবার, অনেক শব্দের বা যেকোনো কিছুরই অপর একটি নাম থাকে।চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে –

১.বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপাদিক বলে।
২.রাবণের চিতা বলতে “চির অশান্তি” কে বোঝানো হয়।
৩.জসীমউদ্দিনকে “পল্লীকবি” বলা হয়।
৪.আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা।
৫.যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয় তাকে তুলাদণ্ড বলে।
৬.উপকারী ক্ষতি যে করে তাকে কৃতঘ্ন বলা হয়।
৭.আক্কেল সেলামী বলতে নির্বুদ্ধিতার দন্ডকে বোঝানো হয়।
৮.পই পই করে বলা “বারবার বলা” অর্থে ব্যবহৃত হয়।
৯.সামান্য সম্পদকে “ব্যাঙের আধুলি” বলা হয়।
১০.যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না তাকে অজ্ঞাতকুলশীল বলে।
১১.হাত গুটানো “কার্যে বিরতি” অর্থে ব্যবহৃত হয়।
১২.ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে ইতিহাসবেত্তা বলা হয়।
১৩.বাংলার ভেনিস বলা হয় বরিশালকে।
১৪.বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস।
১৫.ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে।
১৬.প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় মৌর্যযুগকে।
১৭.শশাঙ্কের উপাধি হচ্ছে মহাসামন্ত।
১৮.সৈয়দ ফররুখ আহমদকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়।
১৯.ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম এলিসি প্রাসাদ।
২০.জার্মানির সরকারপ্রধানকে চ্যান্সেলর বলা হয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Shifa

Author: Shifa

আল্লাহ যা করবেন কল্যাণের জন্য করবেন 🙂

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

বাংলাদেশে কি ডিভোর্স হয়?

বাংলাদেশে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ একটি আইনসম্মত এবং স্বীকৃত প্রক্রিয়া। যদিও বিবাহ একটি পবিত্র বন্ধন, অনেক ক্ষেত্রেই দাম্পত্য জীবনে টানাপোড়েন,

আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও

তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলা খেলছ। জানি আমি, এতে তুমি আনন্দে আছ, তবু আমি তোমায় কিছুই বলি না। কারণ

যে রহস্যময় জলাশয়ে নামলেই যে কোনো প্রাণী পাথর হয়ে যায়।

পৃথিবীতে এমন একটি রহস্যময় জলাশয় রয়েছে যেখানে নামলেই যে কোনো প্রাণী পাথর হয়ে যায়। এটি কোন সাইন্স ফিকশন মুভির গল্প

One Reply to “শব্দ ও তাদের পরিচিতি”

Leave a Reply