0
রোজার মাসের চাঁদ উঠেছে
খুশি মুমিন বান্দা,
ফরজ রোজা পালন করবে
ছেড়ে সকল ধান্দা।
প্রভুর হুকুম পালন করতে
রাখে ফরজ রোজা,
রোজার মাসে মুমিন হাসে
ঝরে পাপের বোঝা।
রোজার মাসে ঈমান আমল
করবে মানব খাঁটি,
ঈমান গুণের ধার্মিক মানব
পাবে শান্তির ঘাঁটি।
আমির-ফকির বোবা-বধির
হিসাব নিয়ে ব্যস্ত,
রোজার মাসে আমল গুণেই
গভীর ধ্যানে ন্যস্ত।
রোজার মাসে রোজা রাখতে
হালাল খাদ্য খাবে,
নেকীর পাল্লা…করবে ভারি
অধিক সোয়াব পাবে।
রোজার মাসে সাদকা দানে
দুখীর পাশে রবে,
খুশির রোজা পালন করবে
গরীব দুখি তবে।
আরো পড়ুন-

0
দারুণ লিখেছেন
অনুপ্রাণিত হলাম