শোক- ২

play icon Listen to this article
0

আজ কি হয়েছে?

একটি লোক মারা গেছে।

কাল কি হয়েছে?

দুটি লোক মারা গিয়েছে।

পরশু কি হয়েছে?

চারটি লোক মারা গিয়েছে।

মোট কয়জন লোক মারা গেল।

সাত জন।

এই সাত জনের মৃত্যুতে কি হচ্ছে?

শোকের বন্যা বয়ে যাচ্ছে।

এ শোক থেকে মুক্তির উপায় কি

নতুন করে সাতজন মারা যাওয়া।

 

যদি এমন হয় সে সাতজন আজই মারা যায় তাহলে কি হবে?

আজ কোন শোক থাকেবনা।

তাহলে?

এমব একটি দিন কি আসবে যেদিন কোন শোকই নেই?

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলা।আমার জন্ম তারিখ ০১/০১/১৯৮৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

অসময়ের প্রলাপ

আচ্ছা কমল? আজ রাতে যদি বৃষ্টিরা নামে এই উত্তপ্ত মাটিতে? প্রবল বেগে,প্রকৃতির অদৃশ্য তনয়ার অশরীরী নৃত্যে? অদেখা কোনো এক নূপুরের

Leave a Reply