0
আজ কি হয়েছে?
একটি লোক মারা গেছে।
কাল কি হয়েছে?
দুটি লোক মারা গিয়েছে।
পরশু কি হয়েছে?
চারটি লোক মারা গিয়েছে।
মোট কয়জন লোক মারা গেল।
সাত জন।
এই সাত জনের মৃত্যুতে কি হচ্ছে?
শোকের বন্যা বয়ে যাচ্ছে।
এ শোক থেকে মুক্তির উপায় কি
নতুন করে সাতজন মারা যাওয়া।
যদি এমন হয় সে সাতজন আজই মারা যায় তাহলে কি হবে?
আজ কোন শোক থাকেবনা।
তাহলে?
এমব একটি দিন কি আসবে যেদিন কোন শোকই নেই?
আরো পড়ুন-
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- স্যামন মাছ
- সয়া সসের উপকারিতা
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা

0