সম্পর্কটা এখন বীভৎস

2
নিশুতি রাতের আলো আঁধারের মতো
তোমার আমার সম্পর্কটা এখন অস্পষ্ট।
হাত বাড়িয়ে আমি তোমায় ছুঁতে চাই ..
কিন্তু হাতের নাগালের আশপাশে তুমি নেই ;
আমার ইচ্ছের আকাশে মুক্ত বিহঙ্গরা
তোমার আঙিনায় এসে মুখ থুবড়ে পড়ে থাকে।
একদা উজ্জ্বল শুভ্র কাশফুল গুলো
কেন জানি তোমার ইশারায় নিষ্প্রভ।
সাঁঝের আলোয় তোমার কামুকী রূপ
আজ আর ধরা দেয় না নিঃসঙ্গ কামনায়।
তোমার আমার সম্পর্কের অস্তিত্বটা
এখন বিষাক্ত ফরমালিনের করুন ছোঁয়ায় জীবিত।
যা প্রতিনিয়ত ইচ্ছের বিরুদ্ধে বয়ে চলছে ;
আমার অস্তিত্বে যেখানে তোমার শ্বাস ছিলো,
যেখানে আজ অবিশ্বাসের কীটেরা
তোমায় প্রতিনিয়ত দিচ্ছে মরণ কামড়।
তাই মৃতপ্রায় এই সম্পর্কের বীভৎস রূপ
দেখার চেয়ে এসো দুজনে মিলে মুক্ত
বাতাসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

সাখাওয়াতুল আলম চৌধুরী

Author: সাখাওয়াতুল আলম চৌধুরী

সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলেন। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছেন। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। তাঁর ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

3 Replies to “সম্পর্কটা এখন বীভৎস”

Leave a Reply