সে এলো হঠাৎ

play icon Listen to this article
2

দখিনা পবনে যেন উড়িয়েছে পাল
চাঁদিনী ঢালিতেছি দ্যুলোকও হেলাল
সবুজের গালিচায় মরুভূর ও মাঠ
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

গাছে -গাছে বিহগের সুমধুর তান
থেমে গেছে সায়রের শোণিত তুফান
মোর তরী ভিড়েছে আপন সে ঘাট
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

আকাশের রংধনু সাতরং ঢালে
কিশলয়ে পূর্ণ সে পত্র হারা ডালে
অরুণের আগমনে কেটে গেছে রাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

মেঘের গগনজুড়ে আলোকের রেখা
আঁধারের সাথে আর হয়নাকো দেখা
অগোছালো সব আজ এত পরিপাট
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

বদ্ধ-দুয়ার কে যে খুলে দিলো হায়
তপ্ত রৌদ্রে কে সে গ্রীষ্মেরও ছায়
শুষ্ক মরুর বুকে প্রবাল বৃষ্টিপাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

পাহাড়ের বুক চিরে নির্ঝরও ধারা
কালের অমোঘ খেলা খেলিতেছে তারা
ফুলের স্পর্শ যেন প্রস্তরও আঘাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

একোন স্রোত জাগে আজ মরা গাঙে
জমে থাকা বালুচর অনিমেষে ভাঙে
দুখ মুছে একোন সুখের অট্টনাদ
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

চারিদিকে ঝিলিমিলি নক্ষত্র আলো
হঠাৎ শহর জুড়ে কি এমন হলো
আগে তো দেখিনি কভূ এমন প্রভাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

আমার শহর জুড়ে তার বসবাস
তার শহরে শুধু আমার অবকাশ
দুজন-দুজনে সদা সুখ পারাবাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

ধরাধামে সে ছাড়া নাই কিছু আর
সে ছাড়া শূন্য মোর বিশ্ব সংসার
ওপারেও থাকি যেন আমি তারই সাথ
কে এলো হঠাৎ? সে এলো হঠাৎ।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Delowar Hossen

Author: Delowar Hossen

Related Posts

প্রাণের নবী মায়ার নবী

প্রাণের নবী মায়ার নবী মোঃ রুহুল আমিন যিনি দিলেন সাগর নদী মাটির নিচে জল। প্রার্থনাতো তাহার কাছে করছি অনর্গল। সবার

ভালো থাকিস ভালোবাসা

কতো ভালোবাসি তোরে বুঝবি মরে গেলে, চোখের জলে খুঁজবি আমায় সকল কিছু ফেলে । সাদা কাপড় মুড়ে যখন রাখবে উঠোন

শান্তির আলয়

মুসলিম জাতির নিয়ামত ময় স্মারক কাবা শরীফ, হজ্বের সময় তাওয়াফ করে প্রভুর করছে তারিফ। কাবার ঘরটা শান্তির আলয় খোদার মুখের

রূপে ধার্মিক বেশ

রূপে ধার্মিক বেশ মোঃ রুহুল আমিন মুসলিম হলে মুমিন হওনি আশি বছর শেষ, সঠিক পাওনা দিতে চাওনা রূপে ধার্মিক বেশ।

Leave a Reply