ভাই

3

           ভাই

আফরোজা আক্তার

ভাই আমার ঠাঁই,

ভাইয়ের মতো আপন আর কেহ নাই।

ভাইয়ের জন্য আছে অজস্র ভালবাসা,

ভাইকে নিয়ে আসে বুক ভরা আশা।

লেখাপড়া~খেলাধুলা~গান~অভিনয়,

সবকিছু শিখে একদিন বিশ্ব করবে জয়।

 ভাই আমার আগামীতে গড়বে স্বদেশ,

 আলোয় আলোকিত হবে সোনার বাংলাদেশ।


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

3

Afroza

Author: Afroza

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

5 Replies to “ভাই”

Leave a Reply