আমার দুঃখ

0

তুমি আমায় না ভালোবাসলেও আমি তোমায় ভালোবেসে যাব
আমি তোমায় নিয়ে স্বপ্নের দুনিয়ায় একের পর এক নতুন রাজ্য বানিয়ে যাব।
সেই সব রাজ্যে আমি হব রাজা তুমি রানী
কিন্তু বাস্তবের জ্বালাময় বিশ্বে আমি তোমার প্রেমের ভিখারি
তুমি মুখ ফিরিয়ে রাখা পাষাণী সখী।
তাই তো স্বপ্ন দেখা সোজা
বাস্তবে যা হয় না
স্বপ্নে তা ঘটিয়ে মজা।
আমি তো আমির নই যে রাজ্য বানাবো, রাজপ্রাসাদ গড়ব তাও একটার পর একটা…. এই বাস্তবের মাটিতে।
আমি তো কিছুই দিতে পারব না তোমায় শুধু ভালোবাসা দেওয়া ছাড়া
তাই আমি স্বপ্ন দেখি আমার স্বপ্ন দেখতে ভালো লাগে।
সেখানে তুমি আমার আমি তোমার
এখানে আমি তোমার তুমি অন্য কারোর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৩/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply