আমি কে! – ভাস্কর পাল

0

আমি কে!

  • ভাস্কর পাল

 

আমি শুনেছি নিশি রাতের সেই কান্না-

আমি দেখেছি পথের ধারে পরে থাকা,

উদ্বাস্তুদের রান্না।।

একবিংশে দাঁড়িয়ে দেখেছি কত দুর্নীতি

দেখেছি মনের গোপনে খুন হয়ে যাওয়া কত স্মৃতি।

দিগন্তের নীল গগনে ভাসতে দেখেছি কত মুখ-

হারিয়ে ফেলেছি ক্ষনিকের পাওয়া কত বা সুখ।।

 

আমি কে!

এ জগতের বুকে সামান্য ধূলি-

নিশ্চুপে কত প্রতিবাদের শব্দ বুনি,

কত চিত্র দেখি চোখের আড়ালে

অগ্নি বর্ষণ আনি বুকের পাঁজরে।

আমি উন্মাদ -আমি শুন্য

আমি মানুষের বর্মে ছিন্ন ভিন্ন।

আমি তপ্ত, আমি সুপ্ত…

আমি অগ্ন্যুৎপাত লাভার মতো গলিত।

 

আমি কে! আমি তুচ্ছ,

আমি কিছু শব্দের গুচ্ছ।

আমি নেশা গ্রস্ত রক্ত – মাংসের খন্ড-

মনের গভীরে লুকিয়ে কিছু ভালোবাসার শব্দ।

আমি কলঙ্ক আনি নিজের মুখে

আমি মানুষের মাঝে অমানুষের মুখোশে।

আমি লুকিয়ে আছি কলমের নিপে-

আমি সকলের আড়ালে আগন্তুকের বেশে।

আমি পরে থাকা কাগজের পাতাতে

শত শব্দের মাঝে তোমাদের ভাষাতে।

ফেলে আসা অতীতের বেদনা আমি-

ভবিষ্যতের চেতনা বার্তা আমি।

কে!! আমি কে?

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রিয় বাংলাদেশ

দেশ দেশ দেশ নানান রঙের বেশ যার রূপের নাই শেষ সে যে আমার বাংলাদেশ।   ছয় ঋতু করে যায় খেলা

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

Leave a Reply