আমি হারিয়ে গেছি

1

আমি হারিয়ে গেছি একেবারে
তাই আর খুঁজে পেতে চাই না কোনোমতে।
আমি মিলিয়ে গেছি অস্ত আকাশে
তাই আর উদয় হতে চাই না নতুন ভোরে।
আমি ডুবে গেছি অকূল সাগরে
তাই আর ভেসে উঠতে চাই না কোনো দৈবযোগে।
আমি অন্ত হয়ে গেছি প্রথমে
তাই আর শুরুর শেষ দেখতে চাই না আজীবন ভরে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

2 Replies to “আমি হারিয়ে গেছি”

Leave a Reply