1
আমি হারিয়ে গেছি একেবারে
তাই আর খুঁজে পেতে চাই না কোনোমতে।
আমি মিলিয়ে গেছি অস্ত আকাশে
তাই আর উদয় হতে চাই না নতুন ভোরে।
আমি ডুবে গেছি অকূল সাগরে
তাই আর ভেসে উঠতে চাই না কোনো দৈবযোগে।
আমি অন্ত হয়ে গেছি প্রথমে
তাই আর শুরুর শেষ দেখতে চাই না আজীবন ভরে।
আরো পড়ুন-
- ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল
- টুইটারে কত শব্দ লেখা যায়?
- মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- মৌলিক গণতন্ত্র
- দারুচিনি গুড়ার উপকারিতা
1
সুন্দর
ভালো লিখেছেন কবি