ইচ্ছে তোমায় দেই

0

তোমায় দিতে ইচ্ছে করে  এমন একটি রাত্রি,
তুমি হবে জোৎস্নায় চড়ে তারার পানে যাত্রী।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি ভোর,
শিশির বিন্দুর রবির আলোয় ভরে উঠবে দোর।

তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি দুপুর,
আলতা পায়ে কোমর দুলিয়ে পড়বে তুমি নূপুর।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি বিকাল,
মেঠোপথে সবুজ গাঁয়ে বাঁশি বাজায় রাখাল।

তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি সাঁঝ,
সন্ধ্যা আলোয় দেখবো তোমার রূপে ভরা সাজ।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি আকাশ,
যেথায় তুমি স্বাধীন বিহগ পূরণ অভিলাষ।

তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি নদী,
পানকৌড়ি করবে সাঁতার ছুটবে নিরবধি।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি পাহাড়,
যেথায় আছে  নিবিড় কূজন নেইতো  হাহাকার।

তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি দিন,
সারাবেলা বাজবে তথা প্রেমের সুরে বীণ।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি ধরা,
যেথায় তুমি রবে সদা ভালবাসায় ঘেরা।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

সাখাওয়াতুল আলম চৌধুরী

Author: সাখাওয়াতুল আলম চৌধুরী

সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলেন। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছেন। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। তাঁর ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

One Reply to “ইচ্ছে তোমায় দেই”

Leave a Reply