ইচ্ছে তোমায় দেই

0

তোমায় দিতে ইচ্ছে করে  এমন একটি রাত্রি,
তুমি হবে জোৎস্নায় চড়ে তারার পানে যাত্রী।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি ভোর,
শিশির বিন্দুর রবির আলোয় ভরে উঠবে দোর।

তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি দুপুর,
আলতা পায়ে কোমর দুলিয়ে পড়বে তুমি নূপুর।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি বিকাল,
মেঠোপথে সবুজ গাঁয়ে বাঁশি বাজায় রাখাল।

তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি সাঁঝ,
সন্ধ্যা আলোয় দেখবো তোমার রূপে ভরা সাজ।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি আকাশ,
যেথায় তুমি স্বাধীন বিহগ পূরণ অভিলাষ।

তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি নদী,
পানকৌড়ি করবে সাঁতার ছুটবে নিরবধি।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি পাহাড়,
যেথায় আছে  নিবিড় কূজন নেইতো  হাহাকার।

তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি দিন,
সারাবেলা বাজবে তথা প্রেমের সুরে বীণ।
তোমায় দিতে ইচ্ছে করে এমন একটি ধরা,
যেথায় তুমি রবে সদা ভালবাসায় ঘেরা।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

সাখাওয়াতুল আলম চৌধুরী

Author: সাখাওয়াতুল আলম চৌধুরী

সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলেন। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছেন। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। তাঁর ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

One Reply to “ইচ্ছে তোমায় দেই”

Leave a Reply