0
কবে তাকে দেখেছি মনে নেই। শুধু মনে পড়ে তার হাতে একটি লাল গোলাপ ফুল ছিল। সে ফুলটি কি সে হারিয়ে ফেলেছে? না নিজের কাছে আছে? যদি নিজের কাছে থেকে থাকে তাহলে সে যেন সেটি অনেক যতনে রাখে।কারন, একদিন তাকে আমি দেখতে যাব, দেখব সে ফুলটি সেই আগের মত আছে কিনা। যদি না থাকে বুঝতে হবে, সে আমাকে ভুলে গেছে। আর যদি থাকে তাহলে বুঝতে হবে, সে আমাকে মনে রেখেছে।
এখন কোনটি হওয়ার সম্ভাবনা বেশি? আমাকে মনে রাখার সম্ভাবনাই বেশি। কারন, সে ফুলটি ছাড়া তার কিছুই ভাল লাগতনা।
এখন কথা হল সত্যি সত্যিই সে যদি আমাকে মনে রেখে থাকে আমি তাকে কি দেব? দেব এমন একটি ফুল যে ফুলের কোন তুলনা নাই। সে ফুল’ কি পৃথিবীতে আছে? নাই।তাহলে? তাইতো সবাই মরে যাচ্ছে।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম
0