শিরোনাম – গরমের তাপে
কলমে – সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
তারিখ – ১৭.০৪.২৩
দহন তাপে, ভুগছে সবাই
সূর্য হয়েছে রাগী।
পৃথিবীর মাটি, চৌচির দশা
দুর্দশার আইনজারী।
প্রবল তেজে, ভয়াবহতা
বৈশাখের বেসুরো কথা।
নববর্ষের, এ কি রূপ
চৈত্রের পর, এ কী ব্যথা?
নদীর বুকে, মাটির ফাটল
পুকুর, দীঘির অভাব।
গরমের দিনে,কড়াল তেজে
হাঁসফাঁস সবার ভাব।
বাচ্ছা, বুড়ো, বয়স ভেদে
বিপদ সবার বেশি।
সানস্ট্রোকে, পড়ছে মারা
ভয়ে কেনে এসি।
অনাম সুনাম, কতো জনাই
কাগজ ভরায় ভয়ে।
কাগজ পড়েই, সর্তকতা
গরম কি ভাবে সয়ে?
আগের দিনেও, গরম ছিলো
ছিলো গাছের বাহার।
মানুষ শুধু, শহর গড়বে
গাছ দিয়েছে আহার।
এখন দেখো, মজাই মজা
গাছের জন্যে গরম।
লোভের বশে, বলি হচ্ছে
গরম হবে চরম।
পুকুর কেটে, ফ্ল্যাট হয়েছে
গ্ৰাম হয়েছে শহর।
মেরুর বরফ, গলছে ভীষণ
শহুরে হবার বহর।
আমরাই দায়ী, এসবের জন্য
প্রকৃতি দিচ্ছে গরম।
এখনো আছে, হাতে সময়
একটু ঢাকো শরম!
আরো পড়ুন-
- বাংলা রোমান্টিক কবিতা
- অথর্ববেদ ডাউনলোড
- বাংলা নববর্ষ প্রবর্তক কে?
- বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন
- শর্করা জাতীয় খাবার কি কি