চিকেন ফ্রাই রেসিপি

চিকেন ফ্রাই বাসায় তৈরি করার রেসিপি

0
চিকেন ফ্রাই তৈরির জন্য প্রথমেই রেসিপিটি পড়ে নিন।  আপনারা চাইলে ফার্মের মুরগী ব্যবহার করতে পারেন, আবার দেশী মুরগীও ব্যবহার করতে পারেন।
আশা করছি এই রেসিপি অনুসরণ করে সহজে তৈরি করা যায় এবং খুব সুস্বাদু একটি খাবার ঘরেই তৈরি করে নিতে পারবেন।
 
(আমরা  ১/২ কেজি মাংসের জন্য বলছি, আপনি চাইলে কম বা, বেশী দিয়ে তৈরি করতে পারেন)
পারফেক্ট, ক্রিসপি বা, মুচমুচে চিকেন  ফ্রাই তৈরি করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমবার কি ভুল করেছেন সেটি খুজে বের করে দ্বিতীয়বার এড়িয়ে চলতে হবে।  উপরের ছবি বা, পিকচার দেখুন-দেখলেই খেতে ইচ্ছে করে।

তৈরির উপকরণ

পছন্দমত পানি ঝরানো মুরগীর মাংসের পিস,  ২ টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গোল মরিচের গুড়া, ১ চা চামচ আদা বাটা, দেড় চা চামচ রসুন বাটা, লাল মরিচের গুড়ো পরিমাণমতো, ১ টি ডিম। ১/২ কাপ তরল দুধ এবং ১ কাপ কর্ণফ্লেক্স গুড়া যোগ করলে স্বাদ বাড়বে, তবে এই দুটি উপাদান ছাড়াও তৈরি করা যায় এবং সেটাও কম সুস্বাদু না।  
কোন উপাদান কি পরিমাণে লাগবে সেটা একজন অভিজ্ঞ রাধুনীই ভালো বলতে পারবে, কয়েকবার তৈরি করলে আপনিও বুঝতে পারবেন। এবং সেরা কম্বিনেশন খুজে পাবেন। 
Mukti’s Cooking World এর  ভিডিওতে দেখুন(ভিডিওতে দেখানো রেসিপিতে সামান্য পার্থক্য থাকতে পারে, যেকোন একটি অনুসরণ করলেই হবে)-

১০ মিনিটের এই ভিডিওতেও খুব সহজ একটি রেসিপি দেখানো হয়েছে যা আপনারা যে কেউ অনুসরণ করলে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। একটি কথা মনে রাখবেন, মাংসটা ভালোভাবে ভাজা না হলে কাচা থাকতে পারে, তাই ১২-১৫ মিনিটের কম সময়ে তৈরি করার চেষ্টা করবেন না।
একাধিক পদ্ধতি ট্রাই করে,  সেরা রেসিপি খুজে নিতে পারেন। এরপর থেকে সেরকমই করবেন, তাহলে সবচেয়ে সুস্বাদু হবে। 

চিকেন ফ্রাই রেসিপি 

প্রথমেই মুরগীর মাংস, সয়া সস, গোল মরিচের গুড়া, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুড়া এবং প্রয়োজনমত লবণ দিয়ে মেখে আধা ঘণ্টা রেখে দিন। 
এবারে, আলাদা একটি পাত্রে ১/২ কাপ ময়দা নিয়ে তাতে সামান্য লবণ মিশিয়ে রেখে দিন, কর্ণফ্লেক্স গুড়াও আলাদা পাত্রে রাখুন।

এবারে ডিম আর, দুধ(ব্যবহার না করলেও চলবে) ভালোভাবে মিশিয়ে নিন। প্রথমে মেরিনেট করা মুরগীর মাংস এই দুধ ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিন। 

ফ্রাই প্যান/ কড়াইতে গরম করা ডুবো তেলে ঐ মুরগীর মাংস ময়দার গুড়ো আর কর্ণফ্লেক্সে গড়িয়ে নিয়ে ছেড়ে দিন। হালকা বাদামী রঙের হলে হয়ে গেল আপনার ফ্রাই- দুঃখিত, চিকেন ফ্রাই।  

পরিবেশনঃ 
আমি সস দিয়ে খেতে পছন্দ করি, আপনি চাইলে চাটনি দিয়েও খেতে পারেন। অতিথি আপ্যায়নের সময় প্লেটে চিকেন ফ্রাই এর পাশে একটা লেটুস পাতা দিয়ে দিতে পারেন। বুঝতেই পারছেন, আগে দর্শনধারী পরে গুণবিচারী। এই ছিলো চিকেন ফ্রাই রেসিপি। 

আরো পড়ুন-

 

photographer: Marco Verch Professional Photographer and Speaker
Photo copyright:  Some rights reserved


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রান্না:ধুন্দুল বালাচাও তৈরি

উপকরণ;ধুন্দুল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি একমুঠো, বালাচাও আধা কাপ, শর্ষে তেল ২ টেবিল

সেমাই রেসিপি

রেসিপি - উপকরণঃ ১.চিকন সেমাই ২.চিনি ৩.ঘি ৪.লবন ৫.পানি ৬.আস্ত এলাচ ৭.কেওড়া জল ফ্রুটস ইচ্ছে মত তবে দেখতে সুন্দর এমন
টমেটো সস রেসিপি- লেখক ডট মি

টমেটো সস তৈরির রেসিপি

টমেটো সস ......রেসিপি.... উপকরণ ★টমেটো-৩কেজি ★চিনি-১কাপ ★লাল মরিচের গুড়া-১টে চামচ ★লবণ-সামান্য(স্বাদমতো) ★সিরকা-হাফ কাপ ★কর্ণ ফ্লাওয়ার-দেড় টে চামচ ★পানি-দেড় টে চামচ
সবজি ডাল রেসিপি

হোটেলের মতো সবজি-ডাল রেসিপি

বাংলা রেস্টুরেন্টের সকালের নাস্তার সবজি-ডাল উপকরণঃ ১.সবজি কিউব ৪ কাপ (পেঁপে,মিষ্টি কুমড়া,কাঁকরোল,আলু) ২.বুটের ডাল ১/৪ কাপ ৩.পিঁয়াজ কুচি দেড় টে

One Reply to “চিকেন ফ্রাই বাসায় তৈরি করার রেসিপি”

Leave a Reply