তোমায় দিলাম

1

আমার স্বপ্ন মোড়ানো
সাধের বিকেল তোমায় দিলাম।
তোমার বিষন্নতার
পড়ন্ত বিকেল আমায় দিও।

আমার আগুন লাগা
ফ্লাগুন সন্ধ্যা তোমায় দিলাম।
তোমার বেদনাবিধুর
বসন্ত প্রহর আমায় দিও।

আমার রোমাঞ্চ ভরা
বৃষ্টির ক্ষন তোমায় দিলাম।
তোমার অস্বস্তি লাগা
তপ্ত দুপুর আমায় দিও।

আমার উত্তাল যৌবনের
স্বর্ণালী সময় তোমার জন্য।
তোমার বার্ধক্যের
নিষ্প্রভ দীপ্তিতে আমায় ডেকো।

আমার বালি ঝলসানো
চন্দ্রিমা ক্ষণ তোমার জন্য।
তোমার নিঃসঙ্গ সাঁঝের
দিনান্তকালে আমায় ডেকো।

আমার উদ্দীপনা ভরা
প্রাণের বৈশাখ তোমার জন্য।
তোমার কুয়াশা ঝরা
শীতের ক্ষনে আমায় ডেকো।

আমার মিষ্টি অনুরাগের
সময়গুলো তোমার তরে।
তোমার তিক্ত বেদনার
অভিমান গুলোয় দিও মোরে।

আমার অখণ্ড ভরা
শরতের অবসর তোমার তরে।
তোমার বিরহী বর্ষার
কষ্টে গুলোয় দিও মোরে।

আমার প্রাণের উচ্ছলতার
আনন্দ গুলো তোমার তরে।
তোমার একাকীত্বে ভরা
তিক্ত ছোঁয়ায় দিও মোরে ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

সাখাওয়াতুল আলম চৌধুরী

Author: সাখাওয়াতুল আলম চৌধুরী

সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলেন। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছেন। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। তাঁর ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

One Reply to “তোমায় দিলাম”

Leave a Reply