0
রেলের টিকিট বিক্রির মুখোশ
দিলো রনি খুলে,
দেখুক এবার বিচার বিভাগ
আছে কারা মূলে।
অটল টাকার ফ্লাটের মালিক
হচ্ছে রাতারাতি,
দুর্নীতির ওই আমলা গণের
শাস্তি চায় যে জাতি।
জাতির সাথে নিয়ম ভেঙে
দুর্নীতি যে করে,
দুর্লভ টিকিট অর্থে যাত্রীর
ঘাড়ে চেপে ধরে।
বিপ্লবী বীর রনির দেখায়
এলো সুযোগ তবে,
বঙ্গ কন্যার নজর পড়লে
খাঁটি বিচার হবে।
দূর্নীতি রোধ করার সুযোগ
এলো রনির দ্বারা,
রুই কাতলা সব পড়বে ধরা
আরো আমলা যারা।
জাতি আজকে বিচার নিয়ে
সোচ্চার দাবি তোলে,
এসব দেখেই মুখোশ ধারি
চরম ভাবে ফোলে।
রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করছে
রক্ষা তাদের নাহি,
দুর্নীতির ওই আমলা গণের
এসো বিচার চাহি।
রেলের টিকিট বিক্রির নামে
দুর্লভ করলো যারা,
দুর্নীতির ওই দায়ে জেলের
ঘানি টানুক তারা।
আরো পড়ুন-

0