দুর্লভ টিকিট

0

রেলের টিকিট বিক্রির মুখোশ
দিলো রনি খুলে,
দেখুক এবার বিচার বিভাগ
আছে কারা মূলে।

অটল টাকার ফ্লাটের মালিক
হচ্ছে রাতারাতি,
দুর্নীতির ওই আমলা গণের
শাস্তি চায় যে জাতি।

জাতির সাথে নিয়ম ভেঙে
দুর্নীতি যে করে,
দুর্লভ টিকিট অর্থে যাত্রীর
ঘাড়ে চেপে ধরে।

বিপ্লবী বীর রনির দেখায়
এলো সুযোগ তবে,
বঙ্গ কন্যার নজর পড়লে
খাঁটি বিচার হবে।

দূর্নীতি রোধ করার সুযোগ
এলো রনির দ্বারা,
রুই কাতলা সব পড়বে ধরা
আরো আমলা যারা।

জাতি আজকে বিচার নিয়ে
সোচ্চার দাবি তোলে,
এসব দেখেই মুখোশ ধারি
চরম ভাবে ফোলে।

রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করছে
রক্ষা তাদের নাহি,
দুর্নীতির ওই আমলা গণের
এসো বিচার চাহি।

রেলের টিকিট বিক্রির নামে
দুর্লভ করলো যারা,
দুর্নীতির ওই দায়ে জেলের
ঘানি টানুক তারা।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

  আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন

Leave a Reply