0
তোমাকে কতবার বলেছি, আমাকে এ ফুল’ দিয়োনা।তারপরও তুমি দিলে।এখন আমি খাইতে পারিনা, ঘুমাইতে পারিনা; শুধু এ ফুল’ স্বপ্ন দেখি। তুমি আর কখনও আমাকে এ ফুল’ দিয়োনা; এ ফুল দিলে আমি মরেই যাব।আমি আর কখনও তোমাকে এ ফুল’ দেবনা।তাহলে তুমি আমাকে বাঁচালে।এবার বল, এ ফুল ‘ তুমি পেয়েছ কোথায়? এ ফুল আমি পেয়েছি গঙ্গার পাড়ে। আমি কালই গঙ্গারপাড়ে যাব; দেখব সেখানে ফুল’ কি করে। যদি সে ভালবাসা ভালবাসা বলে চিৎকার করে করে উঠে তাহলে বলব, এতদিনে তুমি প্রকৃত সত্যের কাছাকাছি পৌঁছেছ।। আর যদি বলে, ভালবাসা বলে যা কিছু আছে সব বৃথা তাহলে বলব, তুমি কোনদিনই মানুষ হলেনা।
আরো পড়ুন-
- আয়হান নামের অর্থ কি?
- মন্ত্রী কাকে বলে?
- প্রবন্ধ লেখার নিয়ম
- স্যামন মাছ খেতে কেমন?
- পারিবারিক জীবিকা কাকে বলে?

0