ভালবাসা ভালবাসা ভালবাসার গান

0

যদি এমন হয় পৃথিবীতে কোন আলো নেই তাহলে আমরা কি করব?  কোন এক আলোর দেশ খুঁজে বেড়াব যেথায় অনেক আলো।আজ আমি তেমন একটি আলোর দেশ খুঁজে পেয়েছি, তুমি কি যাবে? ” না, আমি যাবনা; এখানেই আমার ভাল লাগে।” তুমি কোনদিনই মানুষ হলেনা।এবার বল,’ যদি এমন কোন আলোর দেশ খুঁজে পাই যেখানে আলোর কোন শেষ নেই, আমরা দুজন অনন্ত জীবন লাভ করিব ‘ তাহলে তুমি কি যাবে?  অবশ্যই যাব, এখনই চলে যাব।তাহলে চল এক্ষুনি সে আলোর দেশ খুঁজে ফিরি।

”ঐ যে আছে ওখানে দেখা যায়,  ওখানে কারা যেন এক অনন্ত ভালবাসার প্রহর গুনছে। ” চল সেখানে চলে যাই।

“এতদিন কেন এখানে আসিনি?  এখানে আসলেতো আমরা অনেক আগেই এক অনন্ত প্রহরীর দেখা পেতাম! ”

আমাদের নিয়ে মনে হয় কোন এক দারবিশ ভুল সমীকরণ করেছিলেন!  তানাহলে হলে আমরা এ জীবনের দেখা আগে পাইনি কেন?

সেই দারবিশকে কাছে পেলে বলতাম, ”তুই এখনই মর্! তোর এক মুহূর্ত বেঁচে থাকার কোন অধিকার নেই!”

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

2 Replies to “ভালবাসা ভালবাসা ভালবাসার গান”

Leave a Reply