সময়নীতি

0

সময়নীতি

মা শুধালো

” মধ্যাহ্নের সময়, খেতে হবে যে ”

” কিসের সম্ভার দিয়েছো, কি দিয়ে রেধেছো আজ আহার?”

“মেথি সম্ভার দিয়ে

লাউ দিয়েছি কড়াইয়ে ”

মায়ে বাক্যলাপ শুনে বিমূর হয়ে রইল মেয়ের মন

” লাউ সেই লম্বা ধরনের সবজিটা না,

আমার তো তা মুখ রোচে না এক ক্ষণ”

মায়ের হতাশ চাহনি মেয়ের পানে, ব্যক্ত করে,

মেয়ে আমার পরের ঘরে

না জানি না খেয়ে মরে।।

” ডিম আছে একখানা ঘরে, ভেজে নিও

খেয়ে নিও ভাত, পাতে ডাল সাথে দিও।”

কালক্রমে মেয়ে আজ পরের বাড়ির বধু

লাউ রাঁধে এমন করে

সমস্ত সংসারে পাকা গিন্নি সে শুধু।।

মধ্যাহ্নে মেয়ে সকল কাজ সারি

পাতে নিল লাউ

তখনি মায়ের কথা মনে পড়ল ভারি

কোথায় দিন ছিলো নখরা করে খাওয়া,

আজ দেখো

লাউই যেন কি তার অমৃত পাওয়া।।

ভাতের থালে নোনতা জলের বাহার

মনে জাগে বিষন্নতার পাহাড়।।

মনে তারে কয়,

“” সময় কারো জীবনে করে অনেক নখরা

আবার কারো জীবনে ডানা মেলে দেয় সুখের পাখিরা।।

সময় যে বদলাবেই

আর সময়নীতি সবাইকে মানতে হবেই।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রক্তেমোড়া লাশ

আবু সাঈদ জুলাই মাসের বিপ্লবী ওই বীর, স্বৈরাচারকে রুখতে সবাই উচ্চে রাখে শির। জুলাইয়ের ওই প্রথম প্রহর ছিলো রক্তে লাল,

তুমি এসো

তুমি এসো, ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে… দিনশেষের নিঃশ্বাসে তুমি হও শান্তির ছায়া, ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগানো একটুখানি আশা।   তুমি

বর্ষার খুশি

বর্ষা এলে সুবাস ছড়ায় কদম কেয়া গন্ধ, কবিরা তাই কাব্য সাজায় লিখে দারুণ ছন্দ। আষাঢ় এলো বর্ষা নিয়ে কদম কেয়া

স্রোতের কণ্ঠে চন্দ্রাবিষ্ট জ্যোৎস্না

চাঁদের বিমূর্ত আলোয় ধৌত স্রোতের অন্তর্গত স্তব্ধতা, স্রোতের কণ্ঠে বাজে চন্দ্রাবিষ্ট প্রার্থনার ঝিলিক, অন্ধকারে আলো ফুটথাচর অবিনাশী চুম্বন, জল হয়ে

Leave a Reply