সময়নীতি

0

সময়নীতি

মা শুধালো

” মধ্যাহ্নের সময়, খেতে হবে যে ”

” কিসের সম্ভার দিয়েছো, কি দিয়ে রেধেছো আজ আহার?”

“মেথি সম্ভার দিয়ে

লাউ দিয়েছি কড়াইয়ে ”

মায়ে বাক্যলাপ শুনে বিমূর হয়ে রইল মেয়ের মন

” লাউ সেই লম্বা ধরনের সবজিটা না,

আমার তো তা মুখ রোচে না এক ক্ষণ”

মায়ের হতাশ চাহনি মেয়ের পানে, ব্যক্ত করে,

মেয়ে আমার পরের ঘরে

না জানি না খেয়ে মরে।।

” ডিম আছে একখানা ঘরে, ভেজে নিও

খেয়ে নিও ভাত, পাতে ডাল সাথে দিও।”

কালক্রমে মেয়ে আজ পরের বাড়ির বধু

লাউ রাঁধে এমন করে

সমস্ত সংসারে পাকা গিন্নি সে শুধু।।

মধ্যাহ্নে মেয়ে সকল কাজ সারি

পাতে নিল লাউ

তখনি মায়ের কথা মনে পড়ল ভারি

কোথায় দিন ছিলো নখরা করে খাওয়া,

আজ দেখো

লাউই যেন কি তার অমৃত পাওয়া।।

ভাতের থালে নোনতা জলের বাহার

মনে জাগে বিষন্নতার পাহাড়।।

মনে তারে কয়,

“” সময় কারো জীবনে করে অনেক নখরা

আবার কারো জীবনে ডানা মেলে দেয় সুখের পাখিরা।।

সময় যে বদলাবেই

আর সময়নীতি সবাইকে মানতে হবেই।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply