0
স্বাধীন দেশে জন্ম আমার
উচ্চ মোদের শির,
বাংলার দামাল সন্তান গণে
বিশ্বের সেরা বীর।
রক্ত ঝরায় আনলো যারা
বিজয় নিশান আজ,
খ্যাতি তাদের অটুট রবে
তারাই মোদের তাজ।
বিজয় নিশান স্যালুট জানাই
গাইবো জয়ের গান,
দেশের তরে শপথ নিবো
রাখবো শহীদ মান,
সাম্য মৈত্রীর আবাস ভূমি
বাংলা স্বাধীন দেশ,
মিলন মেলায় গড়বো মোরা
কাটাই সকল রেষ।
পূব আকাশে উদিত রবি
স্বাধীন বাংলার দেশ,
আনলো যারা রক্ত ঝরায়
থাকবে বীরের বেশ।
আরো পড়ুন-

0