সৌরভ

2

জীবন নামক বাগান সাজাতে
হতে হয় দক্ষ মালি।
নানান রঙের ফুল বিনে
লাগে খালি খালি।

লাল ফুল চাই, সাদা চাই
চাই হলুদ ফুল।
বাগানের চর্চা করতে যেন
হয়না কোন ভুল।

ভুল চর্চায় ফুটতে পারে
অজস্র নীল ফুল।
জীবনটা একবার নষ্ট হলে
হারিয়ে যাবে কূল।

ঠিকঠাক সব চর্চা করে
ঠিক পথেই থেকো।
নিজ বাগানে ফুল ফুটিয়ে
গায়ে সৌরভ মেখো।

ভৈরব, কিশোরগঞ্জ।
২০শে জানুয়ারি ২০২৩ ইং

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

Salim Raza Sagor

Author: Salim Raza Sagor

কবিতা,ছড়া,গল্প লেখা আমার নেশা। আবৃত্তি,উপস্থাপনা,সাংস্কৃতিক চর্চা আমার ভালোবাসা* নিয়মিত রক্তদাতা=A+

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

2 Replies to “সৌরভ”

Leave a Reply