সৌরভ

play icon Listen to this article
2

জীবন নামক বাগান সাজাতে
হতে হয় দক্ষ মালি।
নানান রঙের ফুল বিনে
লাগে খালি খালি।

লাল ফুল চাই, সাদা চাই
চাই হলুদ ফুল।
বাগানের চর্চা করতে যেন
হয়না কোন ভুল।

ভুল চর্চায় ফুটতে পারে
অজস্র নীল ফুল।
জীবনটা একবার নষ্ট হলে
হারিয়ে যাবে কূল।

ঠিকঠাক সব চর্চা করে
ঠিক পথেই থেকো।
নিজ বাগানে ফুল ফুটিয়ে
গায়ে সৌরভ মেখো।

ভৈরব, কিশোরগঞ্জ।
২০শে জানুয়ারি ২০২৩ ইং

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Salim Raza Sagor

Author: Salim Raza Sagor

কবিতা,ছড়া,গল্প লেখা আমার নেশা। আবৃত্তি,উপস্থাপনা,সাংস্কৃতিক চর্চা আমার ভালোবাসা* নিয়মিত রক্তদাতা=A+

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

2 Replies to “সৌরভ”

Leave a Reply