সৌরভ

2

জীবন নামক বাগান সাজাতে
হতে হয় দক্ষ মালি।
নানান রঙের ফুল বিনে
লাগে খালি খালি।

লাল ফুল চাই, সাদা চাই
চাই হলুদ ফুল।
বাগানের চর্চা করতে যেন
হয়না কোন ভুল।

ভুল চর্চায় ফুটতে পারে
অজস্র নীল ফুল।
জীবনটা একবার নষ্ট হলে
হারিয়ে যাবে কূল।

ঠিকঠাক সব চর্চা করে
ঠিক পথেই থেকো।
নিজ বাগানে ফুল ফুটিয়ে
গায়ে সৌরভ মেখো।

ভৈরব, কিশোরগঞ্জ।
২০শে জানুয়ারি ২০২৩ ইং

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Salim Raza Sagor

Author: Salim Raza Sagor

কবিতা,ছড়া,গল্প লেখা আমার নেশা। আবৃত্তি,উপস্থাপনা,সাংস্কৃতিক চর্চা আমার ভালোবাসা* নিয়মিত রক্তদাতা=A+

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

2 Replies to “সৌরভ”

Leave a Reply