0
জেনো মুসলিম ইসলামে যে
ধোঁকার জায়গা নেই,
ধোঁকাবাজি …গড়লে জীবন
মুসলিম নয়তো সেই।
ইসলামের ওই নিয়ম-কানুন
এতো সহজ নয়,
হালাল হারাম….বেঁচে চলতে
রাখো হৃদে ভয়।
ইসলামের ওই নিয়ম মেনে
চলো জীবন ভর,
পাপের থেকে রেহাই পেতে
রাখো হৃদে ডর।
মুসলিম হলে হারাম ছাড়ো
হালাল খাদ্য খাও,
হারাম থেকে… বাঁচার জন্য
প্রভুর কাছে চাও।
হালাল ছাড়া হয়না কবুল
প্রার্থনা যে ভাই,
নামাজ রোজা বিফল যাবে
বাঁচার সাধ্য নাই।
ঈমান আমল অনেক ভালো
হারাম ছাড়ো নাই,
লোক দেখানো মুসলিম তুমি
এই সমাজে তাই।
হারাম ভোজন রক্তের মাংসে
দেহের শরীর যার,
মুসলিম নামে মুসলিম হলে
ক্যামনে পাবে পার।
লোক দেখানো মুসলিম তুমি
নেইতো কোনো লাজ,
যার জ্বালানি… মানুষ পাথর
জেনে রাখো আজ।
আরো পড়ুন-
- তাকদীর এবং এর স্বরূপ
- মাতা-পিতার প্রতি সন্তানের হক
- পুনর্জন্ম নাকি পুনরুত্থান: ইসলাম কী বলে?
- গীবত এর পরিচয় ও গীবতকারীর পরিণতি (২য় পর্ব)
- সম্মিলিত মুনাজাত কি বিদ’আত?
0