হারাম ছাড়ো

0

জেনো মুসলিম ইসলামে যে
ধোঁকার জায়গা নেই,
ধোঁকাবাজি …গড়লে জীবন
মুসলিম নয়তো সেই।

ইসলামের ওই নিয়ম-কানুন
এতো সহজ নয়,
হালাল হারাম….বেঁচে চলতে
রাখো হৃদে ভয়।

ইসলামের ওই নিয়ম মেনে
চলো জীবন ভর,
পাপের থেকে রেহাই পেতে
রাখো হৃদে ডর।

মুসলিম হলে হারাম ছাড়ো
হালাল খাদ্য খাও,
হারাম থেকে… বাঁচার জন্য
প্রভুর কাছে চাও।

হালাল ছাড়া হয়না কবুল
প্রার্থনা যে ভাই,
নামাজ রোজা বিফল যাবে
বাঁচার সাধ্য নাই।

ঈমান আমল অনেক ভালো
হারাম ছাড়ো নাই,
লোক দেখানো মুসলিম তুমি
এই সমাজে তাই।

হারাম ভোজন রক্তের মাংসে
দেহের শরীর যার,
মুসলিম নামে মুসলিম হলে
ক্যামনে পাবে পার।

লোক দেখানো মুসলিম তুমি
নেইতো কোনো লাজ,
যার জ্বালানি… মানুষ পাথর
জেনে রাখো আজ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply