হারাম ছাড়ো

0

জেনো মুসলিম ইসলামে যে
ধোঁকার জায়গা নেই,
ধোঁকাবাজি …গড়লে জীবন
মুসলিম নয়তো সেই।

ইসলামের ওই নিয়ম-কানুন
এতো সহজ নয়,
হালাল হারাম….বেঁচে চলতে
রাখো হৃদে ভয়।

ইসলামের ওই নিয়ম মেনে
চলো জীবন ভর,
পাপের থেকে রেহাই পেতে
রাখো হৃদে ডর।

মুসলিম হলে হারাম ছাড়ো
হালাল খাদ্য খাও,
হারাম থেকে… বাঁচার জন্য
প্রভুর কাছে চাও।

হালাল ছাড়া হয়না কবুল
প্রার্থনা যে ভাই,
নামাজ রোজা বিফল যাবে
বাঁচার সাধ্য নাই।

ঈমান আমল অনেক ভালো
হারাম ছাড়ো নাই,
লোক দেখানো মুসলিম তুমি
এই সমাজে তাই।

হারাম ভোজন রক্তের মাংসে
দেহের শরীর যার,
মুসলিম নামে মুসলিম হলে
ক্যামনে পাবে পার।

লোক দেখানো মুসলিম তুমি
নেইতো কোনো লাজ,
যার জ্বালানি… মানুষ পাথর
জেনে রাখো আজ।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply