আবার হবে দেখা

0

লিখলাম যত গান
লিখলাম যত কবিতা
একদিন তো হারিয়ে গেলে
দিলে না তো আর দেখা,
শুধু একটি কাগজে লিখেছিলে
আবার হবে দেখা।

সেই থেকে আজ
আঠারো বছর
তোমার জন্য করছি অপেক্ষা
কত বৈশাখ গেল
কত শ্রাবন আসিলো
এত কাল পরেও
পেলাম না তোমার দেখা।

কত সৃস্তি মোনে পড়ে
ক্ষনিকের সেই জিবন চলায়
আজ আমি একা
সেই তো শ্রাবনে চলে গিয়েছিলে
লিখে রেখে ছিলে শুধু
আবার হবে দেখা।

তবে কী দিয়ে ছিলে শান্তনা
না কি বিশ্বাস করবো না
আজও কাঁদি দিবা নিশি একা
কি অভিমানে চলে গেলে
খুজে পেলাম না তারও ঠিকানা
তবে কেন লিখে ছিলে তুমি
আবার হবে দেখা ।

ক্লান্ত সেই বিকেল বেলা
মনে পড়ে কি নদীর তীরে হাজার গল্পের কথা
তুমিই তো স্বপ্ন একে দিয়েছিলে
তোমার আমার অফুরান্ত ভালোবাসার
হলো না তো তারপর আর দেখা
তবুও লিখে ছিলে
আবার হবে দেখা ।

তোমার পথ চেয়ে আছি
তুমি কি আবার এসে বলবে আমায়
যাবনা ছেড়ে আর তোমাকে রেখে একা
মনে হয়….. ?
তুমি আর ফিরে আসবে না
তাই বলে কি আর হবে না দেখা

তবুও কেন লিখে ছিলে
আবার হবে দেখা ।


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

One Reply to “আবার হবে দেখা”

Leave a Reply