আবার হবে দেখা

0

লিখলাম যত গান
লিখলাম যত কবিতা
একদিন তো হারিয়ে গেলে
দিলে না তো আর দেখা,
শুধু একটি কাগজে লিখেছিলে
আবার হবে দেখা।

সেই থেকে আজ
আঠারো বছর
তোমার জন্য করছি অপেক্ষা
কত বৈশাখ গেল
কত শ্রাবন আসিলো
এত কাল পরেও
পেলাম না তোমার দেখা।

কত সৃস্তি মোনে পড়ে
ক্ষনিকের সেই জিবন চলায়
আজ আমি একা
সেই তো শ্রাবনে চলে গিয়েছিলে
লিখে রেখে ছিলে শুধু
আবার হবে দেখা।

তবে কী দিয়ে ছিলে শান্তনা
না কি বিশ্বাস করবো না
আজও কাঁদি দিবা নিশি একা
কি অভিমানে চলে গেলে
খুজে পেলাম না তারও ঠিকানা
তবে কেন লিখে ছিলে তুমি
আবার হবে দেখা ।

ক্লান্ত সেই বিকেল বেলা
মনে পড়ে কি নদীর তীরে হাজার গল্পের কথা
তুমিই তো স্বপ্ন একে দিয়েছিলে
তোমার আমার অফুরান্ত ভালোবাসার
হলো না তো তারপর আর দেখা
তবুও লিখে ছিলে
আবার হবে দেখা ।

তোমার পথ চেয়ে আছি
তুমি কি আবার এসে বলবে আমায়
যাবনা ছেড়ে আর তোমাকে রেখে একা
মনে হয়….. ?
তুমি আর ফিরে আসবে না
তাই বলে কি আর হবে না দেখা

তবুও কেন লিখে ছিলে
আবার হবে দেখা ।


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

One Reply to “আবার হবে দেখা”

Leave a Reply