আবার হবে দেখা

play icon Listen to this article
0

লিখলাম যত গান
লিখলাম যত কবিতা
একদিন তো হারিয়ে গেলে
দিলে না তো আর দেখা,
শুধু একটি কাগজে লিখেছিলে
আবার হবে দেখা।

সেই থেকে আজ
আঠারো বছর
তোমার জন্য করছি অপেক্ষা
কত বৈশাখ গেল
কত শ্রাবন আসিলো
এত কাল পরেও
পেলাম না তোমার দেখা।

কত সৃস্তি মোনে পড়ে
ক্ষনিকের সেই জিবন চলায়
আজ আমি একা
সেই তো শ্রাবনে চলে গিয়েছিলে
লিখে রেখে ছিলে শুধু
আবার হবে দেখা।

তবে কী দিয়ে ছিলে শান্তনা
না কি বিশ্বাস করবো না
আজও কাঁদি দিবা নিশি একা
কি অভিমানে চলে গেলে
খুজে পেলাম না তারও ঠিকানা
তবে কেন লিখে ছিলে তুমি
আবার হবে দেখা ।

ক্লান্ত সেই বিকেল বেলা
মনে পড়ে কি নদীর তীরে হাজার গল্পের কথা
তুমিই তো স্বপ্ন একে দিয়েছিলে
তোমার আমার অফুরান্ত ভালোবাসার
হলো না তো তারপর আর দেখা
তবুও লিখে ছিলে
আবার হবে দেখা ।

তোমার পথ চেয়ে আছি
তুমি কি আবার এসে বলবে আমায়
যাবনা ছেড়ে আর তোমাকে রেখে একা
মনে হয়….. ?
তুমি আর ফিরে আসবে না
তাই বলে কি আর হবে না দেখা

তবুও কেন লিখে ছিলে
আবার হবে দেখা ।

আরো পড়ুন-

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

অসময়ের প্রলাপ

আচ্ছা কমল? আজ রাতে যদি বৃষ্টিরা নামে এই উত্তপ্ত মাটিতে? প্রবল বেগে,প্রকৃতির অদৃশ্য তনয়ার অশরীরী নৃত্যে? অদেখা কোনো এক নূপুরের

রেড টি শার্ট- কবির ৫ টি কবিতা

ওগো নীল দুটি পাখি কত ভালবাসি আমি তোমাকে কেমন করে বোঝাব! তোমাকে দেখলে কিছুই ভাল লাগেনা। ভাল লাগেনা ফুল, পাখি,

Leave a Reply