0
তোমার হাতের কাছে এখন যে সাবানটি আছে তুমি কি এখন তা মাখ? জানি তুমি মাখনা।তাইতো তোমাকে আগের মত সুন্দর লাগেনা।তুমি এখন থেকে নিয়মিত সেটি মেখো দেখবে তোমাকে সুন্দর লাগছে। আমি গতকাল মাখতে ভুলে গিয়েছিলাম। তাইতো তোমাকে আজ অত সুন্দর লাগেনি। তুমি এখন থেকে নিয়মিত মেখো।হ্যাঁ আমি নিয়মিত মাখব।তুমি আমাকে এ ছবক আগে দেবেনা! আগে দিলেতো আজ আমাকে অনেক সুন্দর লাগত। আসলে আমার এ কথা মনে নেই। আসলে তুমি আমার সৌন্দর্য নিয়ে মাথা ঘামাওনা।আমি এখন থেকে নিয়মিত সে সৌন্দর্য নিয়ে মাথা ঘামাব।এতদিনে তুমি প্রকৃত সৌন্দর্যের তাপস্ হলে।
আরো পড়ুন-
- আয়হান নামের অর্থ কি?
- মন্ত্রী কাকে বলে?
- প্রবন্ধ লেখার নিয়ম
- স্যামন মাছ খেতে কেমন?
- পারিবারিক জীবিকা কাকে বলে?

0
অসাধারণ
ধন্যবাদ। ভাল থাকা হয় যেন।