0গল্প সিয়ামের স্বপ্ন আফছানা খানম অথৈ দশ বছরের সিয়াম কমলাপুর রেল ষ্টেশন এ থাকে।তার ঘরে খুব অশান্তি। এক মুহুর্তের জন্য ভালো লাগছে না।তাই কমলাপুর রেল ষ্টেশন থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। সিয়ামের বাবা একজন নেশাখোর জুয়াড়ি।কোনো কাজকর্ম করত না।স্ত্রী অন্যের বাসায় কাজ করে সংসার চালাত।এতেও স্বামী সন্তুষ্ট না।স্ত্রীকে রোজ রোজ কারণে অকারণে মারধর করত। স্ত্রী মুখ বুঝে
Category: বাংলা গল্প
0গল্পঃ অনুপমার চোখে লেখকঃ বকুল রায় #Part_02 অনুপমাকে ভালোবেসে ফেলেছি, এটা নিজেকে স্বীকার করলেও তাকে বলার সাহস তখনও হয়নি। কারণ জানি, ভালোবাসার কথা বলা আর তা বোঝা দুটো আলাদা বিষয়। অনুপমার চোখে যে শূন্যতা, সেটা হয়তো কোনো এক ব্যথার স্মৃতি, যেখানে আমি প্রবেশ করার অধিকার পাইনি। প্রজেক্টের কাজ প্রায় শেষ। আমরা দুজনেই ক্লান্ত, কিন্তু তৃপ্ত।
0গল্পঃ অনুপমার চোখে লেখকঃ বকুল রায় Part 01 ঢাকার ব্যস্ত সড়কগুলো আমার কাছে সবসময় যেন এক রঙিন ক্যানভাস। ছোটবেলা থেকে আমি ছবি আঁকতে ভালোবাসতাম। আমার মা সবসময় বলতেন, “বকুল, তোর আঁকায় প্রাণ আছে।” আমি ঠিক সেই প্রাণটুকুই দিতে চেয়েছিলাম আমার কাজে। তাই তো ছোট শহর লালমনিরহাট ছেড়ে ঢাকা শহরে এসে অ্যানিমেশন কোম্পানিতে কাজ শুরু করলাম।
1গল্প সুদ আফছানা খানম অথৈ এক ব্যবসায়ী বিপদে পড়ে এক ইহুদীর কাছ থেকে সুদের উপর কিছু টাকা কর্জ নিলেন।কথা ছিল একমাস পর সুদে আসলে একসাথে পরিশোধ করতে হবে।কিন্তু ইহুদী একটা শর্ত দিলো যদি একমাস পর টাকা পরিশোধ করতে না পারে, তাহলে তার দেহ থেকে এককেজি মাংস কেটে নেবে। ভদ্রলোক রাজী হলেন।কিন্তু একমাস কেটে গেল।তার মালের
0বখাটে আফছানা খানম অথৈ ফরিদা সবেমাত্র ইন্টারমিডিয়েট এ ভর্তি হয়েছে।রীতিমতো ক্লাস করছে।ইতোমধ্যে অনেকের সাথে সখ্যতা গড়ে উঠেছে।কলেজ লেভেলে পা দিলে ছেলে মেয়েদের ভিতরে প্রেমের ভাব সাব চলে আসে।ফরিদার ক্ষেত্রে ও তাই হয়েছে।প্রেমের প্রস্তাব আসতে শুরু করেছে।ফরিদা কিন্তু এসবে মন দিচ্ছে না।মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। স্কুল জীবন থেকে ফরিদাকে ফলো করে চলেছে তার এলাকার এক বখাটে
0 দারোগা বাড়ি প্রথম পর্ব মো.রিমেল বাড়ি থেকেঅ র্জুন,নিলয়দের আওয়াজ শোনা গেল।নিজেকে রুখতে পারলাম না।দ্রুত একটা গেঞ্জি আর হাফ-প্যান্ট পরে বেরিয়ে যাওয়ার সময় চিরচেনা কণ্ঠ,,, “কই যাস? পড়া শেষ হয়েছে?”।মা যেতে যাও না,বিকালে পড়াশুনা ভালো লাগে না।দারোগা বাড়ি খেলতে যাচ্ছি।রাতে বাকিগুলো শেষ করমো।” কুমিল্লার বুড়িচং উপজেলার সরকারী হাই স্কুল মাঠের উত্তরদিকে দারোগা বাড়ি।ছোট্ট ছেলেমেয়েরা বিকেল
1ছোটগল্প:খোকনদার বরই গাছ মো.রিমেল রহমতপুর গ্রামের সরকারী স্কুলের মাঠের পাশ দিয়ে সোজা একটি রাস্তা গেছে।রাস্তার পূর্ব দিকে খোকনদার বাড়ি।বাড়ির পূর্বদিকে কিছু বরই গাছ আছে।আবার রাস্তার ধারে একটা বড় বরই গাছ আছে।সকাল বেলা,একটু পরে টুপ টুপ আওয়াজ শোনা গেল।বুঝতে বাকি রইল না খোকনদার বরইগাছ থেকে বরই পাড়া হচ্ছে। শুক্রবার সকালে পাড়ার বাচ্চাকাচ্চারা খেলতে গেল ক্রিকেট।সরকারী স্কুলের
0 ছেলেবেলায় ভালো পড়াশোনায় ছিলো সুমন। তাই এমনিতেই মহিলা মহলের প্রিয় ছিলো সমুন। কিন্তু আজকাল , সুমন পাড়ায় জিমে ঘাম ঝরাচ্ছে। পাড়ায় লোকজন যদিও টন টিটকারী না করলেও, মা বোন টোন টিটকারী করতে ছাড়েছে না। এ বয়সে সুপুরুষ হতে চাইছে সুমন সংসার বাঁচাতে। বিয়ের এতো বছর পরও সংসার বাঁচাতে এমন লড়াই করতে দেখে একটু দুঃখ
0তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলা খেলছ। জানি আমি, এতে তুমি আনন্দে আছ, তবু আমি তোমায় কিছুই বলি না। কারণ আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। আমায় মিথ্যা ভালোবাসা দিয়ে যদি তোমার আনন্দ হয় তবে এর চেয়ে আনন্দের বিষয় আমার কাছে আর কী আছে! কেউ যদি আমায় দুঃখ দিয়ে সুখী হয় আমি তাতে আরো