রসাল স্বর্ণ লতিকা ( প্রেমের কবিতা)

0

তোমার নাম এত বড় যে আমার মনে রাখতে কষ্ট হয়।তুমি একটি ছোট নাম রাখতে পারনা? ছোট নাম রাখলে আমার মা বকে।তাহলে তুমি তোমার মা’ নিয়েই থাক!  না, না আর কোনদিন মায়ের কথা বলবনা; এবার বল কি নাম রাখতে হবে?  তোমার নাম হোক, রসাল স্বর্ণ লতিকা। রসাল স্বর্ণ লতিকা অনেক সুন্দর নাম তো, এখন থেকে রসাল স্বর্ণ লতিকা বলেই ডেকো।আমি তোমাকে অনেক আগেই একদিন রসাল স্বর্ণ লতিকা বলে ডেকেছিলাম।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply