সুখের প্লাবন

0

সুখের প্লাবন

—– ম্যাকি ওয়াদুদ

————————————

বর্ষায় টইটুম্বুর দিঘীর স্বচ্ছ জলে

তোমার রুপে মন যে ছুটে চলে।

বৃষ্টিভেজা প্রকৃতিতে প্রাণ দোলে

হৃদয়ে ভেজাভেজা প্রেম খেলে।

 

কালবৈশাখীর ভয়ঙ্কর ধ্বংস-লীলায়

মুসলধারে বৃষ্টিতে সুখ-স্মৃতি পালায়।

প্রকৃতির গাঢ় মৃত্তিকায় পলি বিলায়

প্রতিটি প্রাণ-পল্লবে সজীবতা মিলায়।

 

মাঝরাতে দীর্ঘ বৃষ্টিতে মন পাতাই

প্রগাঢ় জল-জোসনায় প্রাণ হারাই

রিমঝিম সংগীতে কান পেতে রই

উষ্ণ-আদ্র স্পর্শ সুখে প্লাবিত হই।

————————————–++

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mackey Wadud

Author: Mackey Wadud

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

One Reply to “সুখের প্লাবন”

Leave a Reply