0
সুখের প্লাবন
—– ম্যাকি ওয়াদুদ
————————————
বর্ষায় টইটুম্বুর দিঘীর স্বচ্ছ জলে
তোমার রুপে মন যে ছুটে চলে।
বৃষ্টিভেজা প্রকৃতিতে প্রাণ দোলে
হৃদয়ে ভেজাভেজা প্রেম খেলে।
কালবৈশাখীর ভয়ঙ্কর ধ্বংস-লীলায়
মুসলধারে বৃষ্টিতে সুখ-স্মৃতি পালায়।
প্রকৃতির গাঢ় মৃত্তিকায় পলি বিলায়
প্রতিটি প্রাণ-পল্লবে সজীবতা মিলায়।
মাঝরাতে দীর্ঘ বৃষ্টিতে মন পাতাই
প্রগাঢ় জল-জোসনায় প্রাণ হারাই
রিমঝিম সংগীতে কান পেতে রই
উষ্ণ-আদ্র স্পর্শ সুখে প্লাবিত হই।
————————————–++
আরো পড়ুন-
- ইউটিউব অটো সাবস্ক্রাইবার
- টাকা ইনকাম করার গেম
- Adsense পেমেন্ট পাওয়ার পদ্ধতি
- রসুন গিলে খেলে কি হয়?
- অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ কি?
0
ভালো লিখেছেন কবি