সুখের প্লাবন

0

সুখের প্লাবন

—– ম্যাকি ওয়াদুদ

————————————

বর্ষায় টইটুম্বুর দিঘীর স্বচ্ছ জলে

তোমার রুপে মন যে ছুটে চলে।

বৃষ্টিভেজা প্রকৃতিতে প্রাণ দোলে

হৃদয়ে ভেজাভেজা প্রেম খেলে।

 

কালবৈশাখীর ভয়ঙ্কর ধ্বংস-লীলায়

মুসলধারে বৃষ্টিতে সুখ-স্মৃতি পালায়।

প্রকৃতির গাঢ় মৃত্তিকায় পলি বিলায়

প্রতিটি প্রাণ-পল্লবে সজীবতা মিলায়।

 

মাঝরাতে দীর্ঘ বৃষ্টিতে মন পাতাই

প্রগাঢ় জল-জোসনায় প্রাণ হারাই

রিমঝিম সংগীতে কান পেতে রই

উষ্ণ-আদ্র স্পর্শ সুখে প্লাবিত হই।

————————————–++

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mackey Wadud

Author: Mackey Wadud

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

One Reply to “সুখের প্লাবন”

Leave a Reply