সুখের প্লাবন

play icon Listen to this article
0

সুখের প্লাবন

—– ম্যাকি ওয়াদুদ

————————————

বর্ষায় টইটুম্বুর দিঘীর স্বচ্ছ জলে

তোমার রুপে মন যে ছুটে চলে।

বৃষ্টিভেজা প্রকৃতিতে প্রাণ দোলে

হৃদয়ে ভেজাভেজা প্রেম খেলে।

 

কালবৈশাখীর ভয়ঙ্কর ধ্বংস-লীলায়

মুসলধারে বৃষ্টিতে সুখ-স্মৃতি পালায়।

প্রকৃতির গাঢ় মৃত্তিকায় পলি বিলায়

প্রতিটি প্রাণ-পল্লবে সজীবতা মিলায়।

 

মাঝরাতে দীর্ঘ বৃষ্টিতে মন পাতাই

প্রগাঢ় জল-জোসনায় প্রাণ হারাই

রিমঝিম সংগীতে কান পেতে রই

উষ্ণ-আদ্র স্পর্শ সুখে প্লাবিত হই।

————————————–++

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Mackey Wadud

Author: Mackey Wadud

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

অসময়ের প্রলাপ

আচ্ছা কমল? আজ রাতে যদি বৃষ্টিরা নামে এই উত্তপ্ত মাটিতে? প্রবল বেগে,প্রকৃতির অদৃশ্য তনয়ার অশরীরী নৃত্যে? অদেখা কোনো এক নূপুরের

রেড টি শার্ট- কবির ৫ টি কবিতা

ওগো নীল দুটি পাখি কত ভালবাসি আমি তোমাকে কেমন করে বোঝাব! তোমাকে দেখলে কিছুই ভাল লাগেনা। ভাল লাগেনা ফুল, পাখি,

Leave a Reply