ক্লাস টু পাস

play icon Listen to this article
0

নামটি তার সজল,

মাথায় আছে গন্ডগোল।

সারাদিন খায় মায়ের বকা,

ক্রিকেটেতে হাঁকায় ছক্কা।

পড়ালেখা কিছু নাই,

খাই আর আর ঘুম যায়,

আর কোন কাজ নাই,

পরীক্ষাতে ডাব্বা পায়।

লেখা পড়ায় টু পাশ,

কাটে শুধু গরুর ঘাস।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afroza Akter

Author: Afroza Akter

Assalamualaikum

Related Posts

প্রাণের নবী মায়ার নবী

প্রাণের নবী মায়ার নবী মোঃ রুহুল আমিন যিনি দিলেন সাগর নদী মাটির নিচে জল। প্রার্থনাতো তাহার কাছে করছি অনর্গল। সবার

ভালো থাকিস ভালোবাসা

কতো ভালোবাসি তোরে বুঝবি মরে গেলে, চোখের জলে খুঁজবি আমায় সকল কিছু ফেলে । সাদা কাপড় মুড়ে যখন রাখবে উঠোন

শান্তির আলয়

মুসলিম জাতির নিয়ামত ময় স্মারক কাবা শরীফ, হজ্বের সময় তাওয়াফ করে প্রভুর করছে তারিফ। কাবার ঘরটা শান্তির আলয় খোদার মুখের

রূপে ধার্মিক বেশ

রূপে ধার্মিক বেশ মোঃ রুহুল আমিন মুসলিম হলে মুমিন হওনি আশি বছর শেষ, সঠিক পাওনা দিতে চাওনা রূপে ধার্মিক বেশ।

Leave a Reply