নীলপরি

0

কবিতা: নীলপরি

কলমে: মুক্তা আক্তার

 

 

পলাশ ফুলে ফুটন্ত বৃক্ষ

গগণ নীলে উড়ন্ত পক্ষী।

ছোট বুকে মেঠো পথে,

তার মাঝে তুমি নীলপরি।

 

সেদিন যেন উদাস মনে

হয়েছিল দেখা কবির সনে।

ছোট ছোট প্রয়াসে রাঙিয়ে,

নাম দিলেন নীলপরি।

 

নাহ, গায়ের রং নীল নয়

দৃষ্টিতেই সবিনয়।

রূপসী মেয়ে নহে-

তবুও নাম দিলেন নীলপরি।

 

উড়ু উড়ু মন তার

আঁখিতে স্বপ্ন রাশি রাশি।

অজস্র প্রাপ্তির তৃষাতপ্ত,

ছোট নীলপরি।

 

নীলের নীলিমা লজ্জা পেয়ে

মুখ নাকি লুকাবে আড়ালে।

দুচোখ ভরা স্বপ্ন- আশা নিয়ে,

নিজের ডানা মেলেছে নীলপরি।

 

আরো পড়ুন-

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mukta Akther

Author: Mukta Akther

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

One Reply to “নীলপরি”

Leave a Reply