নীলপরি

play icon Listen to this article
0

কবিতা: নীলপরি

কলমে: মুক্তা আক্তার

 

 

পলাশ ফুলে ফুটন্ত বৃক্ষ

গগণ নীলে উড়ন্ত পক্ষী।

ছোট বুকে মেঠো পথে,

তার মাঝে তুমি নীলপরি।

 

সেদিন যেন উদাস মনে

হয়েছিল দেখা কবির সনে।

ছোট ছোট প্রয়াসে রাঙিয়ে,

নাম দিলেন নীলপরি।

 

নাহ, গায়ের রং নীল নয়

দৃষ্টিতেই সবিনয়।

রূপসী মেয়ে নহে-

তবুও নাম দিলেন নীলপরি।

 

উড়ু উড়ু মন তার

আঁখিতে স্বপ্ন রাশি রাশি।

অজস্র প্রাপ্তির তৃষাতপ্ত,

ছোট নীলপরি।

 

নীলের নীলিমা লজ্জা পেয়ে

মুখ নাকি লুকাবে আড়ালে।

দুচোখ ভরা স্বপ্ন- আশা নিয়ে,

নিজের ডানা মেলেছে নীলপরি।

 

আরো পড়ুন-

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Mukta Akther

Author: Mukta Akther

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

One Reply to “নীলপরি”

Leave a Reply