0
ধর একদিন তুমি মিশর দেখতে গেলে। মিশর দেখতে গিয়ে তুমি দেখলে মিশর আর মিশরের জায়গায় নেই। তখন তোমার কেমন লাগবে? খুবই খারাপ লাগবে। তোমার কি মনে হবে? মিশর’ কেউ গুম করে ফেলেছে।
আজ আমার তেমন একজন হারিয়ে গেছে। আমি তার জন্য কি করব? ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর যেন তাকে ভাল রাখেন।
হে ঈশ্বর তুমি তাকে ভাল রাখ; সে ভাল না থাকলে যে আমি ভাল থাকবনা; সে যতক্ষণ ভাল থাকবে ততক্ষণই আমার ভাল।
…………… ঈশ্বর কি আমার প্রার্থনা কবুল করেছেন? নিশ্চয়ই করেছেন। কারন? ‘ ভালবাসার মানুষ কি ভালবাসার মানুষের কথা ফেলতে পারে?’
আরো পড়ুন-

0
অসাধারণ লেখা
ধন্যবাদ।