প্রার্থনা ( প্রেমের কবিতা)

play icon Listen to this article
0

ধর একদিন তুমি মিশর দেখতে গেলে। মিশর দেখতে গিয়ে তুমি দেখলে মিশর আর মিশরের জায়গায় নেই। তখন তোমার কেমন লাগবে?  খুবই খারাপ লাগবে। তোমার কি মনে হবে?  মিশর’ কেউ  গুম করে ফেলেছে।

আজ আমার তেমন একজন হারিয়ে গেছে।  আমি তার জন্য কি করব? ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর যেন তাকে ভাল রাখেন।

হে ঈশ্বর তুমি তাকে ভাল রাখ; সে ভাল না থাকলে যে আমি ভাল থাকবনা; সে যতক্ষণ ভাল থাকবে ততক্ষণই আমার ভাল।

…………… ঈশ্বর কি আমার প্রার্থনা কবুল করেছেন? নিশ্চয়ই করেছেন। কারন? ‘ ভালবাসার মানুষ কি ভালবাসার মানুষের কথা ফেলতে পারে?’

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

2 Replies to “প্রার্থনা ( প্রেমের কবিতা)”

Leave a Reply