বাউন্ডুলে – ভাস্কর পাল

play icon Listen to this article
0

বাউন্ডুলে

  • ভাস্কর পাল

 

সেই তো ছিল পাড়ার রক,

দশটা বাজার সাথে সাথেই ছুটে যাওয়া।

সেই তিনটে মূর্তি এক হওয়া।

রোজ শিশুরা যেত স্কুলেতে

তাকিয়ে থাকতো সেই রকের দিকে চেয়ে।

সিগারেটের ধোঁয়া আর হাতে তাসের পাতা,

পড়াটাকে মাতিয়ে রাখতো হুংকারে।।

সবাই জানতো হবে না কিছুই-

এভাবে তাস পিটিয়েই যাবে চলে

ছোকরা তিনটের।

নেই তাদের ভাবোনা – নেই তাদের টাকার লালসা।

তবু তারাও মানুষ।

আছে অধিকার – আছে বাঁচার কামনা।।

একদিন কাটলো তারা এক লটারি;

ভাগ্যে যে থাকবে কখনোই ভাবেনি।

মোটা টাকা আসলো সেই বাউন্ডুলে গুলোর হাতে

কিন্তু করবে কি?

তাদের তো নেই অক্ষর জ্ঞান

নেই তাদের টাকার দরকার,

অভাব বলতে ছিল একটু শান্তির!

 

বিলিয়ে দিল অর্থের সমস্তটাই এক অনাথ আশ্রমে

এতেই তারা পেল খুঁজে বাঁচার অদ্ভুত এক শান্তি।।

 

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply