বাউন্ডুলে – ভাস্কর পাল

0

বাউন্ডুলে

  • ভাস্কর পাল

 

সেই তো ছিল পাড়ার রক,

দশটা বাজার সাথে সাথেই ছুটে যাওয়া।

সেই তিনটে মূর্তি এক হওয়া।

রোজ শিশুরা যেত স্কুলেতে

তাকিয়ে থাকতো সেই রকের দিকে চেয়ে।

সিগারেটের ধোঁয়া আর হাতে তাসের পাতা,

পড়াটাকে মাতিয়ে রাখতো হুংকারে।।

সবাই জানতো হবে না কিছুই-

এভাবে তাস পিটিয়েই যাবে চলে

ছোকরা তিনটের।

নেই তাদের ভাবোনা – নেই তাদের টাকার লালসা।

তবু তারাও মানুষ।

আছে অধিকার – আছে বাঁচার কামনা।।

একদিন কাটলো তারা এক লটারি;

ভাগ্যে যে থাকবে কখনোই ভাবেনি।

মোটা টাকা আসলো সেই বাউন্ডুলে গুলোর হাতে

কিন্তু করবে কি?

তাদের তো নেই অক্ষর জ্ঞান

নেই তাদের টাকার দরকার,

অভাব বলতে ছিল একটু শান্তির!

 

বিলিয়ে দিল অর্থের সমস্তটাই এক অনাথ আশ্রমে

এতেই তারা পেল খুঁজে বাঁচার অদ্ভুত এক শান্তি।।

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply