বাউন্ডুলে – ভাস্কর পাল

0

বাউন্ডুলে

  • ভাস্কর পাল

 

সেই তো ছিল পাড়ার রক,

দশটা বাজার সাথে সাথেই ছুটে যাওয়া।

সেই তিনটে মূর্তি এক হওয়া।

রোজ শিশুরা যেত স্কুলেতে

তাকিয়ে থাকতো সেই রকের দিকে চেয়ে।

সিগারেটের ধোঁয়া আর হাতে তাসের পাতা,

পড়াটাকে মাতিয়ে রাখতো হুংকারে।।

সবাই জানতো হবে না কিছুই-

এভাবে তাস পিটিয়েই যাবে চলে

ছোকরা তিনটের।

নেই তাদের ভাবোনা – নেই তাদের টাকার লালসা।

তবু তারাও মানুষ।

আছে অধিকার – আছে বাঁচার কামনা।।

একদিন কাটলো তারা এক লটারি;

ভাগ্যে যে থাকবে কখনোই ভাবেনি।

মোটা টাকা আসলো সেই বাউন্ডুলে গুলোর হাতে

কিন্তু করবে কি?

তাদের তো নেই অক্ষর জ্ঞান

নেই তাদের টাকার দরকার,

অভাব বলতে ছিল একটু শান্তির!

 

বিলিয়ে দিল অর্থের সমস্তটাই এক অনাথ আশ্রমে

এতেই তারা পেল খুঁজে বাঁচার অদ্ভুত এক শান্তি।।

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

Leave a Reply