1
ঈমান মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। জীবন দিয়ে হলেও ঈমানদার বান্দাগণ এই সম্পদ রক্ষা করে। আমরা যেন ধৈর্য হারা এবং ঈমানহারা হয়ে না যাই সেজন্য আল্লাহর কাছে সেটিও চেয়ে নিতে হবে। আল্লাহ শেখানো ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।
رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ
অর্থ : ‘হে আমাদের রব! আমাদের সবর (ধৈর্য) দান করো এবং তোমার আনুগত্য থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও।
[সুরা আল-আরাফ : আয়াত ১২৬]আল্লাহ আমাদের অনেক মানুষকে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করার তাওফিক দিয়েছেন। কিন্তু ঈমানের সম্পদ রক্ষা করতে হবে। তাই আসুন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি।
ফারুক আব্দুল্লাহ
আরো পড়ুন-
- কুরআনের আলোকে ফেরেশতাগণের পরিচয়
- হযরত আলী (রা.) এর জীবনী
- তাকদীর অর্থ কি?
- হযরত আবু বকর (রা.) এর জীবনী
- হযরত উসমান (রা.) এর জীবনী

1