ঈমান রক্ষায় প্রার্থনা

play icon Listen to this article
1

ঈমান মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। জীবন দিয়ে হলেও ঈমানদার বান্দাগণ এই সম্পদ রক্ষা করে। আমরা যেন ধৈর্য হারা এবং ঈমানহারা হয়ে না যাই সেজন্য আল্লাহর কাছে সেটিও চেয়ে নিতে হবে। আল্লাহ শেখানো ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।

 

رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ

 

অর্থ : ‘হে আমাদের রব! আমাদের সবর (ধৈর্য) দান করো এবং তোমার আনুগত্য থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও।

[সুরা আল-আরাফ : আয়াত ১২৬]

আল্লাহ আমাদের অনেক মানুষকে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করার তাওফিক দিয়েছেন। কিন্তু ঈমানের সম্পদ রক্ষা করতে হবে। তাই আসুন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি।

ফারুক আব্দুল্লাহ

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

ফারুক আব্দুল্লাহ

Author: ফারুক আব্দুল্লাহ

শৈশব গ্রামে কাটলেও কৈশোরকাল থেকেই শহুরে জীবনে অভ্যস্ত। গাঁয়ের মক্তবেই মূলত পড়ালেখার হাতেখড়ি। দেশসেরা মাদরাসায় পড়ার সৌভাগ্যও হয়েছে। ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন তরুণ। ইসলামী শিক্ষা ও গবেষণা বিষয়ক কয়েকটি সংস্থায় কাজ করার পাশাপাশি লেখালেখিতে মনোযোগ দিয়েছি। আরব পূর্বযুগ থেকেই সাহিত্যে চির উন্নত। দেশে ইসলামী সাহিত্যের অবহেলিত করুণ অবস্থা দেখে বুক কষ্ট হয়। দৃঢ় প্রত্যয় নিয়ে লিখছি ইসলামী আদর্শ পৌছেঁ দিবো প্রতিটি সেক্টরে। আমাদের সকল আয়োজন যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমিন।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আসুন, আমরা পরোপকারী হই

পরোপকার একটি মহৎ গুণ। এটি প্রিয় নবী (সা.) এর সুমহান আদর্শ, খাঁটি মোমিন-মুসলমানের পরিচয়। মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘আমার

আসুন, আমরা চরিত্রবান হই

আখলাক  আরবি শব্দ। এর অর্থ চরিত্র, অভ্যাস, স্বভাব। চরিত্র ভালো হলে জীবন সুন্দর ও সুখী হয়। মানব জীবনের উত্তম গুণকে

শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায়   পর্ব: ০১ আব্দুল মজিদ মারুফ

আজকের এই পৃথিবী সহ মহাবিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বহু কাল পূর্বে সৃষ্টি করেছেন। আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে তাঁর নিজস্ব
শয়তান কে উপমহাদেশে শয়তানের অনুসারী কারা 15

শয়তান কে? উপমহাদেশে শয়তানের অনুসারী কারা? 

    শয়তান এক অভিশপ্ত নাম যে ছিল ইবলীশ। এই ইবলীশ আল্লাহর আদেশ অমান্য করে ইবলীশ থেকে শয়তানে পরিনত হয়েছিল।

Leave a Reply