এক পলশা বৃষ্টি

1

এক পলশা বৃষ্টি

আকাশে মেঘ জমেছে

মনে দুঃখ বাসা বেঁধেছে।।

মেঘ গর্জন করা শুরু করেছে

মনে ব্যথাগুলো অনেক ব্যথিত হয়েছে।।

বাতাস এসে জানান দিয়েছে

নেইকো বেশি দেরি সে আসার

চোখের পাতাগুলো পিটপিট করছে

অল্প সময়ে আগমন ঘটবে বর্ষার।।

বৃষ্টির দুই ফোঁটা

পরিষ্কার করেছে মেঘকে

ওই চোখের দুই অশ্রু

সরিয়ে দিয়েছে মনের মেঘকে।।

এক পলশা বৃষ্টি

দূর করেছে সকল ময়লা

বৃষ্টির দুই ফোঁটা

আবিষ্কার করেছে বিশুদ্ধ কয়লা।।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply