এক পলশা বৃষ্টি

1

এক পলশা বৃষ্টি

আকাশে মেঘ জমেছে

মনে দুঃখ বাসা বেঁধেছে।।

মেঘ গর্জন করা শুরু করেছে

মনে ব্যথাগুলো অনেক ব্যথিত হয়েছে।।

বাতাস এসে জানান দিয়েছে

নেইকো বেশি দেরি সে আসার

চোখের পাতাগুলো পিটপিট করছে

অল্প সময়ে আগমন ঘটবে বর্ষার।।

বৃষ্টির দুই ফোঁটা

পরিষ্কার করেছে মেঘকে

ওই চোখের দুই অশ্রু

সরিয়ে দিয়েছে মনের মেঘকে।।

এক পলশা বৃষ্টি

দূর করেছে সকল ময়লা

বৃষ্টির দুই ফোঁটা

আবিষ্কার করেছে বিশুদ্ধ কয়লা।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

Leave a Reply