1
এক পলশা বৃষ্টি
আকাশে মেঘ জমেছে
মনে দুঃখ বাসা বেঁধেছে।।
মেঘ গর্জন করা শুরু করেছে
মনে ব্যথাগুলো অনেক ব্যথিত হয়েছে।।
বাতাস এসে জানান দিয়েছে
নেইকো বেশি দেরি সে আসার
চোখের পাতাগুলো পিটপিট করছে
অল্প সময়ে আগমন ঘটবে বর্ষার।।
বৃষ্টির দুই ফোঁটা
পরিষ্কার করেছে মেঘকে
ওই চোখের দুই অশ্রু
সরিয়ে দিয়েছে মনের মেঘকে।।
এক পলশা বৃষ্টি
দূর করেছে সকল ময়লা
বৃষ্টির দুই ফোঁটা
আবিষ্কার করেছে বিশুদ্ধ কয়লা।।
আরো পড়ুন-
- হুমায়ুন আহমেদের সেরা বই
- ভিটামিন এ জাতীয় খাবার কেন দরকার?
- প্রাগৈতিহাসিক
- কুরআন অনুবাদের ইতিহাস
- সত্যিকারের ভালোবাসার গল্প
1