0
আজ তোমাকে আমি একটি উপদেশ দেব।সেটা হল তুমি রোজ সকালে মুখ ধোবে, গোসল করবে, গায়ে সাবান মাখবে ; দেখবে তোমার ভাল লাগছে।
আমার কি কোনদিন ভাল লাগেনি! আমি কি কোনদিন এসব করিনি?
করেছ । তবে কম।তোমাকে আরও বেশি করতে হবে।
এত বেশি করলে কি হবে?
তোমার আরও ভাল লাগবে।
এত ভাল লাগার দরকার নাই।
তাহলে তুমি মরে যাও!
আমি মরে গেলে তুমি কাকে ভালবাসবে?
ভালবাসার কত মানুষ আছে!
তাহলে তুমি তাদেরকে গিয়ে ভালবাস!
না,না আমি শুধু তোমাকে ভালবাসি।
তাহলে ও কথা বললে কেন?
ও কথা না বললে যে তুমি আমার কথা শুনবেনা৷।
তাহলে বল কি করতে হবে।
ঐ যে গায়ে সাবান……………..।
তাহলে আমি নিয়মিত সে সব করব।
আরো পড়ুন-
- মৌলিক সংখ্যা কাকে বলে?
- উপাত্ত কাকে বলে?
- টুইট কাকে বলে?
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- মহাভারতের পঞ্চপান্ডব

0