আরিফ হোসেনের ৭ টি ছোট কবিতা

play icon Listen to this article
1

গোলাপ ফুল

কেউ কি কোনদিন আমাকে ভালবেসেছিল?

হ্যাঁ, নন্দিতা নামের একটি মেয়ে একদিন আমাকে ভালবেসছিল।

 

আজ তার জন্মদিন, আজ আমি তাকে কি পাঠাব?

গোলাপ ফুল পাঠালে ভাল হয়।

তেমন একটি গোলাপ কোথায় পাব?

ফুল

যতদিন পৃথিবী আছে ততদিন ফুল আছে।

শুধু তুমি আমার নয় – এ’টিই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল।

এ ফুলটির কখন মৃত্যু হবে?

এ ফুলটির মৃত্যু হলে আমি আনন্দ সাগরে ভাসব যে সাগরের কোন কুল-কিনারা নাই

সাগর

ভাল লাগে ফুল, ভাল লাগে পাখি, ভাল লাগে নদীর ঢেউ ; সবচেয়ে ভাল লাগে তোমাকে।

সেই তুমি যদি আমাকে একটি গান শোনাতে।

সেই গানটি কোথায় যেটি সবচেয়ে সুন্দর?

সেই গানটি  শোনালে আমি তোমাকে এমন এক সাগর দেখাতে নিয়ে যাব যে সাগরের কোন কূল-কিনার’ নাই।

আকাশ

আকাশ ভাল লাগেনা এমন কোন লোক নাই।

আমি একদিন আকাশের দিকে তাকিয়েছিলাম, আমার মন আনন্দে ভরে গিয়েছিল।

আজ তার জন্মদিন, আমি তাকে কি পাঠাব?

আকাশ পাঠাব।

না না আকাশ পাঠালে কম হয় যায়, আমি তাকে আকাশের ঠিকানা পাঠাব।

তুমি আমার

ঘুরে ঘুরে একটি প্রশ্নই আসে, তুমি কার।

তুমি বল, আমার।

আসলে তুমি আমার নও।

শেষ পর্যন্ত তুমি আমার হও।আমি বলি, এতদিনে তুমি আমার হয়েছ।

মা এক নাম

মা কি জিনিস আজও বুঝলামনা!  মা কি শুধুই সন্তানকে আদর করে?  না কি খেয়ে পরে মানুষ করে?

আজ আমার মায়ের মৃত্যু দিন আমি তাকে ভুলতে পারিনা!  মা যদি আজ আমার পাশে থাকত!

নীল সাগর

কি কর’লে ভালবাসা পাওয়া যাবে?

ভালবাসা পাওয়া যাবে নীল সাগরের তীরে গেলে।

নীল সাগরের তীরে কখন যাব সেটাই চিন্তা।

নীল সাগরের তীরে গেলে বলব, নীল সাগর তুমি এত দূরে কেন?

নীল সাগর যদি বলে আমিতো তোমার কাছেই, আমি বলব, এতদিনে আমি ধন্য হলাম।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলা।আমার জন্ম তারিখ ০১/০১/১৯৮৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply