আরিফ হোসেনের ৭ টি ছোট কবিতা

1

গোলাপ ফুল

কেউ কি কোনদিন আমাকে ভালবেসেছিল?

হ্যাঁ, নন্দিতা নামের একটি মেয়ে একদিন আমাকে ভালবেসছিল।

 

আজ তার জন্মদিন, আজ আমি তাকে কি পাঠাব?

গোলাপ ফুল পাঠালে ভাল হয়।

তেমন একটি গোলাপ কোথায় পাব?

ফুল

যতদিন পৃথিবী আছে ততদিন ফুল আছে।

শুধু তুমি আমার নয় – এ’টিই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল।

এ ফুলটির কখন মৃত্যু হবে?

এ ফুলটির মৃত্যু হলে আমি আনন্দ সাগরে ভাসব যে সাগরের কোন কুল-কিনারা নাই

সাগর

ভাল লাগে ফুল, ভাল লাগে পাখি, ভাল লাগে নদীর ঢেউ ; সবচেয়ে ভাল লাগে তোমাকে।

সেই তুমি যদি আমাকে একটি গান শোনাতে।

সেই গানটি কোথায় যেটি সবচেয়ে সুন্দর?

সেই গানটি  শোনালে আমি তোমাকে এমন এক সাগর দেখাতে নিয়ে যাব যে সাগরের কোন কূল-কিনার’ নাই।

আকাশ

আকাশ ভাল লাগেনা এমন কোন লোক আছে?  না।

আমি একদিন আকাশের দিকে তাকিয়েছিলাম, আমার মন আনন্দে ভরে গিয়েছিল।

আজ সেজনার  জন্মদিন, আমি তাকে কি পাঠাব?

আকাশ পাঠাব?

না না আকাশ পাঠালে কম হয়ে যায়, আমি তাকে পাঠাব আকাশের ঠিকানা ।

তুমি আমার

ঘুরে ঘুরে একটি প্রশ্নই আসে, তুমি কার।

তুমি বল, আমার।

আসলে তুমি আমার নও।

শেষ পর্যন্ত তুমি আমার হও।আমি বলি, এতদিনে তুমি আমার হয়েছ।

মা এক নাম

মা কি জিনিস আজও বুঝলামনা!  মা কি শুধুই সন্তানকে আদর করে?  না কি খেয়ে পরে মানুষ করে?

আজ আমার মায়ের জন্মদিন  ; আমি তাকে ভুলতে পারছিনা!  আজ আমার শুধুই মনে হচ্ছে, মা যদি আজ আমার পাশে থাকত!

নীল সাগর

কি কর’লে ভালবাসা পাওয়া যাবে?

ভালবাসা পাওয়া যাবে নীল সাগরের তীরে গেলে।

নীল সাগরের তীরে কখন যাব সেটাই চিন্তা।

নীল সাগরের তীরে গেলে বলব, নীল সাগর তুমি এত দূরে কেন?

নীল সাগর যদি বলে আমিতো তোমার কাছেই, আমি বলব, এতদিনে আমি ধন্য হলাম।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

Leave a Reply