শ্যামা মা তুই কত দয়াময়ী

play icon Listen to this article
0

শ্যামা মা, তুই কত দয়াময়ী-
তোর কথা ভেবে আমি হয়েছি বিবাগী তাই।
আমার নিজের প্রতি নেই রে মোহ আর-
আমি তোর মোহে ডুবে ভুলেছি জগৎ সংসার।

মা, তুই আমায় কত ভালোবাসিস-
তোর মত কেউ তো ভালোবাসেনি আমায় আর।
মা, তুই আমায় কত বুকে রাখিস-
তোর মত কেউ তো বুকে রাখেনি আমায় আর।

শ্যামা মা, তুই কত দয়াময়ী-
তোর কথা ভেবে আমি হারিয়েছি আমার চিন্তা চেতনা তাই।
আমার এ জগতের প্রতি নেই কোনো প্রেম আর-
শুধু তোর চরণে পেয়েছি ঠাঁই তাতেই শান্তি আমার।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

2 Replies to “শ্যামা মা তুই কত দয়াময়ী”

Leave a Reply