0
শ্যামা মা, তুই কত দয়াময়ী-
তোর কথা ভেবে আমি হয়েছি বিবাগী তাই।
আমার নিজের প্রতি নেই রে মোহ আর-
আমি তোর মোহে ডুবে ভুলেছি জগৎ সংসার।
মা, তুই আমায় কত ভালোবাসিস-
তোর মত কেউ তো ভালোবাসেনি আমায় আর।
মা, তুই আমায় কত বুকে রাখিস-
তোর মত কেউ তো বুকে রাখেনি আমায় আর।
শ্যামা মা, তুই কত দয়াময়ী-
তোর কথা ভেবে আমি হারিয়েছি আমার চিন্তা চেতনা তাই।
আমার এ জগতের প্রতি নেই কোনো প্রেম আর-
শুধু তোর চরণে পেয়েছি ঠাঁই তাতেই শান্তি আমার।
আরো পড়ুন-
- কিভাবে টুইটার একাউন্ট খুলতে হয়?
- আমেরিকার ইতিহাস
- গণতন্ত্রের প্রকারভেদ
- দারুচিনি খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- নেপালের ধর্ম
0
ভালো
ভাল।মুগ্ধ করল।