শ্যামা মা তুই কত দয়াময়ী

play icon Listen to this article
0

শ্যামা মা, তুই কত দয়াময়ী-
তোর কথা ভেবে আমি হয়েছি বিবাগী তাই।
আমার নিজের প্রতি নেই রে মোহ আর-
আমি তোর মোহে ডুবে ভুলেছি জগৎ সংসার।

মা, তুই আমায় কত ভালোবাসিস-
তোর মত কেউ তো ভালোবাসেনি আমায় আর।
মা, তুই আমায় কত বুকে রাখিস-
তোর মত কেউ তো বুকে রাখেনি আমায় আর।

শ্যামা মা, তুই কত দয়াময়ী-
তোর কথা ভেবে আমি হারিয়েছি আমার চিন্তা চেতনা তাই।
আমার এ জগতের প্রতি নেই কোনো প্রেম আর-
শুধু তোর চরণে পেয়েছি ঠাঁই তাতেই শান্তি আমার।

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রাণের নবী মায়ার নবী

প্রাণের নবী মায়ার নবী মোঃ রুহুল আমিন যিনি দিলেন সাগর নদী মাটির নিচে জল। প্রার্থনাতো তাহার কাছে করছি অনর্গল। সবার

ভালো থাকিস ভালোবাসা

কতো ভালোবাসি তোরে বুঝবি মরে গেলে, চোখের জলে খুঁজবি আমায় সকল কিছু ফেলে । সাদা কাপড় মুড়ে যখন রাখবে উঠোন

শান্তির আলয়

মুসলিম জাতির নিয়ামত ময় স্মারক কাবা শরীফ, হজ্বের সময় তাওয়াফ করে প্রভুর করছে তারিফ। কাবার ঘরটা শান্তির আলয় খোদার মুখের

রূপে ধার্মিক বেশ

রূপে ধার্মিক বেশ মোঃ রুহুল আমিন মুসলিম হলে মুমিন হওনি আশি বছর শেষ, সঠিক পাওনা দিতে চাওনা রূপে ধার্মিক বেশ।

One Reply to “শ্যামা মা তুই কত দয়াময়ী”

Leave a Reply