যদি এমন হয় পৃথিবীতে কোন আলো নেই তাহলে আমরা কি করব? কোন এক আলোর দেশ খুঁজে বেড়াব যেথায় অনেক আলো।আজ আমি তেমন একটি আলোর দেশ খুঁজে পেয়েছি, তুমি কি যাবে? ” না, আমি যাবনা; এখানেই আমার ভাল লাগে।” তুমি কোনদিনই মানুষ হলেনা।এবার বল,’ যদি এমন কোন আলোর দেশ খুঁজে পাই যেখানে আলোর কোন শেষ নেই, আমরা দুজন অনন্ত জীবন লাভ করিব ‘ তাহলে তুমি কি যাবে? অবশ্যই যাব, এখনই চলে যাব।তাহলে চল এক্ষুনি সে আলোর দেশ খুঁজে ফিরি।
”ঐ যে আছে ওখানে দেখা যায়, ওখানে কারা যেন এক অনন্ত ভালবাসার প্রহর গুনছে। ” চল সেখানে চলে যাই।
“এতদিন কেন এখানে আসিনি? এখানে আসলেতো আমরা অনেক আগেই এক অনন্ত প্রহরীর দেখা পেতাম! ”
আমাদের নিয়ে মনে হয় কোন এক দারবিশ ভুল সমীকরণ করেছিলেন! তানাহলে হলে আমরা এ জীবনের দেখা আগে পাইনি কেন?
সেই দারবিশকে কাছে পেলে বলতাম, ”তুই এখনই মর্! তোর এক মুহূর্ত বেঁচে থাকার কোন অধিকার নেই!”
আরো পড়ুন-
- আয়হান নামের অর্থ কি?
- মন্ত্রী কাকে বলে?
- প্রবন্ধ লেখার নিয়ম
- স্যামন মাছ খেতে কেমন?
- পারিবারিক জীবিকা কাকে বলে?
নাইছ
ভাল থাকবেন। সুমন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি।