আসুন, আমরা চরিত্রবান হই

0

আখলাক  আরবি শব্দ। এর অর্থ চরিত্র, অভ্যাস, স্বভাব। চরিত্র ভালো হলে জীবন সুন্দর ও সুখী হয়। মানব জীবনের উত্তম গুণকে আখলাকে হাসানাহ এবং নিকৃষ্ট বা মন্দ স্বভাবকে আখলাকে জামিমাহ বলা হয়। মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। মানুষের এ শ্রেষ্ঠত্ব তার সুন্দর চরিত্র এবং কর্মের মধ্যে নিহিত।

 

সৎচরিত্র সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কোরআনে মানব জীবন সফলতার জন্য ঈমানের পরই সৎচরিত্রকে অত্যন্ত প্রয়োজনীয় আমল সাব্যস্ত করেছে। চরিত্রহীন ব্যক্তি পশুর মতো। আল্লাহ তায়ালা কোরআনে প্রিয় নবী (সা.) কে সম্বোধন করে বলেছেন, ‘আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।’ (সূরা কলাম : ৪)। হাদিসে প্রিয়নবী (সা.) এরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর।’ (মুসলিম)। প্রিয় নবী (সা.) আরও বলেছেন, ‘আমি মানুষের চরিত্রের পরিপূর্ণতা বিধানের জন্য প্রেরিত হয়েছি।’ (বায়হাকি)।

 

চরিত্র যার সুন্দর নয়, আচরণ যার ভালো নয়, কেউ তাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, আদর ও স্নেহ করে না। সবাই তাকে ঘৃণা করে, অবিশ্বাস করে, কেউ তাকে সহযোগিতা করে না। সুন্দর চরিত্র ও নৈতিক মূল্যবোধই মানুষকে মুক্তি দেয়। মানবসমাজ আলোর পথ পায়। এজন্য প্রিয়নবী (সা.) সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, ‘হে আল্লাহ! আমার শারীরিক গঠন যেমন আপনি সুন্দর করেছেন, তেমনি আমার প্রকৃতি স্বভাব সুন্দর করুন।’ (মুসলিম)। উত্তম চরিত্র সব নেক কাজের মূল। হজরত ইয়াহইয়া ইবনে মোয়াজ বলেন, মন্দ স্বভাব এত বড় গোনাহ যে, তার বিপক্ষে কোনো ইবাদতই সুফল দান করে না এবং সৎ স্বভাব এত বড় ইবাদত যে, গোনাহ তার ক্ষতি করতে পারে না। প্রিয় বন্ধুরা! চরিত্র সুন্দরের অন্যতম একটি শ্রেষ্ঠ আমল হচ্ছে নিয়মিত নামাজ পড়া। অনেকে নামাজ পড়ে; কিন্তু দুঃখের বিষয় দেখা যায় তাদের চরিত্র সুন্দর হয় না। আচরণে, ব্যবহারে, লেনদেনে কোনো ইতিবাচক পরিবর্তন হয় না। এক্ষেত্রে বুঝতে হবে তার নামাজ কবুল হয় না। এজন্য মহান আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা-ইস্তেগফার করতে হবে। অনুতপ্ত ও লজ্জিত হয়ে চোখের পানি ফেলে কাঁদতে হবে। সম্মানিত মুসল্লিরা! মানবসেবা, পরোপকার, প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার ঈমানি দায়িত্ব। আমরা এ দায়িত্ব পালনে সজাগ ও সচেতন থাকব। সাধ্যমতো বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করুন।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবিতা লিখি, কবিতা ভালোবাসি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ

আল কোরআনের প্রতীক আফছানা খানম অথৈ মা আমেনার গর্ভেতে জন্ম নিলো এক মহামানবের, নাম হলো তার মুহাম্মদ রাসুল আসলো ভবের

ফোরাত নদীতে স্বর্নের পাহাড় আফছানা খানম অথৈ

ফোরাত নদীতে স্বর্নের পাহাড় আফছানা খানম অথৈ ইমাম মাহাদী (আ:) আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্নের পাহাড় ভেসে উঠা কেয়ামতের

কবিতা দাজ্জাল আফছানা খানম অথৈ

দাজ্জাল আফছানা খানম অথৈ কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে নিজেকে খোদা বলে দাবি করবে, কাফের মুনাফিক যাবে তার দলে ঈমানদার মুমিন

গল্প হযরত মুহাম্মদ (সা:) জীবনের গল্প আফছানা খানম অথৈ

জন্ম:হযরত মুহাম্মদ (সা:) বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে ৫৭০ খৃষ্টাব্দে জন্ম গ্রহণ করেন।তার পিতার

Leave a Reply